নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ সোসাল মিডিয়া ♥♥♥♥♥♥

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

জাতি যখন অবিচার আর আত্যাচারে ভুগছে,
পেশী শক্তি আইনি শক্তির চেয় বেশি শক্তিশালী হয়ে উঠেছে ঠিক তখন সোসাল মিডিয়া এই সকল অপশক্তির বিরুদ্ধে দারিয়েছে।

আজ সোসাল মিশিয়া আছে বলেই দেরিতে হলেও এম পির ভাতিজার মামলা হবার আদেশ এসেছে।
ফেসবুক না থাকলে হয়তো রাজন হত্যা কারিরা আড়ালেয় থেকে যেত।
আর মজার স্কুলের প্রতিষ্ঠাতাদের মত মহান মানুষগুলো হয়তো জেল খানাতেই পচে মরত।

আজ শত অবিচারের মধ্যেও এইটুকু সুখের খবর।

তাই সোসাল মিডিয়া যত দিন আছে ততদিন এই অবিচারের বিরুদ্ধে কথা বলবেই।

এই প্যারালাইজড বিচার ব্যাবস্থা দেরিতে হলেও সোসাল মিডিয়ার কথা শুনবেই।।।।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সজিব হাওলাদার বলেছেন: বেশি আনন্দিত হবার কিছু নাই।এই মিডিয়ার কন্ঠ রোধ করার ভাবনায় আছে সরকার।আর তা করতে পারলেই আজব গণতন্ত্রের ষোলকলা পূর্ন হবে।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//সজিব হাওলাদার বলেছেন: বেশি আনন্দিত হবার কিছু নাই।এই মিডিয়ার কন্ঠ রোধ করার ভাবনায় আছে সরকার।আর তা করতে পারলেই আজব গণতন্ত্রের ষোলকলা পূর্ন হবে।//

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২

গোধুলী বেলা বলেছেন: আমাদের সকলের সজাগ থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.