নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৬ ই ডিসেম্বর।, মহান বিজয় দিবস।
রাতে শহীদ মিনারে ফুল, সকালের কামানের গোলা, বিজয় র্যালি,কুচকাওয়াজ, স্টেডিয়ামে অনুষ্ঠান আর প্রতিটি বিদ্যালয়ে খেলা ধুলা, মাস মিডিয়াতে টক শো, রাজনিতির ঝাজালো বক্ত্রিতা, সব কিছুই এই বিজয় ক নিয়েই।।
আবার আমরা গনতান্ত্রিক দেশে বাস করে (
যেখানে সব ধর্মের বসবাস)
সে খানে সব ধর্মের দিকে না তাকিয়ে ইসলামি দল কতটা যুক্তিগত বোঝা কঠিন।
আর মুক্তিযুদ্ধ???
আমি মনে করি এইটা আমাদের ভিত্তি।
আমাদের কশেরুকা।
আমরা আজ মুক্ত, মুক্ত ভাবে এক জন হিন্দু, এক জন খ্রিষ্টান, মুসলিম, অন্যান্য সবাই এক হয়ে গনতান্ত্রিক ভাবে বাস করছি।
আর এর মাঝে আমরা বিভিন্ন রাজনিতিক দলের সাথে যুক্ত। কিন্তু সবাই মুক্তিযুদ্ধ এর কথা বলি। আর এমন ভাবে বলি যেন আমাদের দলটি সব কিছুর অধিকারি। আর আমাদের মুক্তিযোদ্ধা গন ও অনেক রাজনিতিক দলের সাথে যুক্ত।
এতে কি মুক্তিযোদ্ধারা বিভক্ত হয়ে যাচ্ছে না?
আর যদি বিভক্ত হয়েই যায় তাহলে মুক্তিযোদ্ধাদের সন্মান কি বিভক্ত হল না?
তাহলে আমরা মুক্তিযুদ্ধের সঠিক সন্মান কই দিলাম?
©somewhere in net ltd.