নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরে হলে সাগর আবার বের হল।
অনেক দূর যে হাটতে হবে, মেঠো পথ পারি দিয়ে শহর।
আজ কাল আকাশের মেঘ আর মনের মেঘ জমে একাকার।
দূরে এক জোড়া শালিক ডেকে যাচ্ছে।
সুর্য এখন আলো দেয়নি।
হাটতে যদিও কষ্ট হচ্ছে তবুও হাটতে হবে।
কত ষখের ইত ছিল তার ছোট সপ্ন গুলো।
বাবা,মা বোন দের নিয়ে অভাবের মাঝেও একটু শান্তিতে থাকা।
আসলে জীবন টা চলমান নদীর মতন।
কখনো তীর গড়ে, কখনো ভাঙে।
এই ভাঙা গড়ার খেলায় সাগর তার গন্তব্য সাগরে ফিরতে পারে না।
মাঝ খানে জল হীন জলাশয়ে রুপান্তর।
বড় বোনটার এস এস সি পার করে কলেজে পরা কালিন অনিমন্ত্রিত চলাফেরা।
বাবা মায়ের একঘেয়েমি সাগর তার ছন্দ হারিয়ে আজ শুক্নো প্রায়।
এক টা কচি মনে কষ্টের দাগ লাগাতে এর চেয় বেশি কি দরকার?
সাগরে জত জল তা আজ সাগরের চোখে ঝরছে।
আজ অনেক দিন পর যখন সাগর সেই জল দূর করতে নিকোটিনের প্রলেপ লাগাতে ব্যাস্ত ঠিক তখন সাগরের আবার বাধ ভেঙে জলের প্রবাহ।
অনিশ্চিত জীবনে সাগরের কিছুই চাউয়ার নাই যেনেও এক বালিকাকে বেধে ফেলে শেষ হবার ভয়ে।
আজ অবেলায় হয়ত অনেক কিছুই হিসেব মিলে না তার
বেলা শেষে নিজেকেই শুন্য মনে হয়।
একদিন হয়ত সাগর, সাগরে মিলবার আগেই মিলিয়ে যাবে।
হয়ত তার এই খোজ কেও পাবে না।
না আমি, না সাগরের সেই বোন না তুমি।
হয়ত এক গোধুলির আলোর মত আমিও আধারে বিল্যে দিব, সে দিন কেউ জানবে না।
©somewhere in net ltd.