নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথীবিতে অনেক খারাপ পুরুষ থাকতে পারে
কিন্তু এক জন খারাপ বাবাও নেই।
আর আমার বাবাতো আমার অবলম্বন
সুর্য দিনের একটা সময় আধারে হারিয়ে যায়
চাঁদও ঠিক দিনের আলোতে হারিয়ে যায়
কিন্তু আমার বাবা
জন্মের পর থেকে আলোহীন আমাকে আলো দিয়ে যাচ্ছে আবিরাম।
আমার বাবা এইটাও জানে না বাবা দিবস বলে কিছু আছে।
তবুও আজ শ্রদ্ধা ভরে সরণ করছি আমার অবলম্বন আলোর দিশারী কে।
কথাছলে হয়ত অনেক ব্যাথা দিয়ে ফেলেছি বাবা তোমাকে।
ক্ষমা চাই আজ শুধু তোমারই কাছে।
আর সেই সাথে শ্রদ্ধা ভরে সরণ করছি পৃথীবির সকল বাবাকে।
সুন্দর সুস্থ ও দির্ঘ্য জীবন কামনা আমাদের সকলের বাবার জন্য।
আর যে সকল বাবা পৃথীবি ছেড়ে ওপারে চলে গেছেন তাদের জন্য রইলো অশেষ দোয়া।
©somewhere in net ltd.