নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

আদর্শ তুমি থাক কই????

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪



নেপোলিয়ন বলেছিলেন, শিক্ষিত মা দাও তাহলে শিক্ষিত জাতি দিব।

আজ বাংলাদেশে শিক্ষার হার অনেক বাড়ছে। আমাদের সমাজে নিরক্ষরতার হার অনেক কমে গেছে। ভাল মন্দ বুঝার ক্ষমতা এখন সবাই অর্জন করেছে।
কোন দার্শনিক বলেছিলেন শিক্ষিত মানেই স্বশিক্ষিত।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় আজ স্বশিক্ষিত মানুষ গুল বিলুপ্ত প্রায়।
বড় বড় প্রতিষ্ঠানে পড়াশুনা করে আমরা কি পেরেছি সেই আদর্শ নিয়ে বড় হতে??
আমাদের বাবা, মা ছোট থাকতেই বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে পড়াশুনা করান। কিন্তু আমাদের আদর্শবান করে তুলতে কি এই প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট?
আজ জাতি খাদিজার রক্তাতক্ত দেহ উপহার পেল, কিছু দিন আগে তনু। শুধু কি তাই?? আজ সামান্য মটরসাইকেলের জন্য বাবা,মা কে লাশ হতে হয়। সবচেয় ভাল বিশ্ববিদ্যালয় গুলতে পড়েও আজ আমরা জংগী উপহার পাচ্ছি।
কিন্তু এমনটা কি হবার কথা ছিল??
আমাদের কিসের অভাব?
আমার মনে হয় সব কিছুই ঠিক আছে শুধু আদর্শ টা আজ বিলুপ্ত। যেই আদর্শের অভাবে আজ আমরা নিজেকে কুয়ার গভীরে নিয়ে যাচ্ছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৩

রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের অভাব একটি সুস্থ মানসিকতার, যা আমাদের সমাজ, সরকার, পরিবার কেউই নিশ্চিত করতে পারছে না।

২| ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮

নির্ভীক সত্যান্নেষী বলেছেন: ধর্মহীন শিক্ষানীতির জন্য আদর্শ টা আজ বিলুপ্ত

৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৮

গোধুলী বেলা বলেছেন: রায়হানুল এফ রাজ ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০২

গোধুলী বেলা বলেছেন: নির্ভীক সত্যান্নেষী, যতার্থ বলছেন।
আসলে আমরা আধুনিক শিক্ষা গ্রহনের ফলে আধুনিক হয়েছি ঠিকই কিন্তু আমাদের আদর্শের চর্চা করা হচ্ছে না।
প্রতিটি পরিবার যদি আদর্শের শিক্ষা দিত তাহলে আজ হয়ত কিছুট হলেও শান্তি থাকত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.