নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

৬ষ্ঠ তরী

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৫



ছুটিছে ৬ষ্ঠ তরী চারটা বছর ধরী
বিদায় বেলায় রইলো যে তাই হাজারো আহাজারী।
দিপ্তীময় সূর্য হয়ে এসেছিলি তোরা
গোধূলী বেলায় চেয়ে দেখরে
শক্ত কত বন্ধুতের গোড়া।

এক বছর,দু'বছর করি
পেরিয়ে চারটা বছর,
গড়েছি শত বন্ধনের ইতিহাস
রবে যা চির অমর।

আজ তাই মনে পরে যায়,
শাকিলা,সুমি,মিতা,চায়না,
তনিমা, সুমি,শুক্লার দল।
ঘুরবো কোথাও এক সাজেতে
কাফিকে নিয়ে চল।

ক্লাসের শান্ত মেয়ে মাফিয়া তার নাম
মনযোগের সাথে ক্লাস করা সদা যে তার কাম।
তানসু,চেতনা,রিমা,সামু,
যুথি,বিথী,সাথির দল।
নাচানাচিতে মাতিরে সবাই
বুলবুলকে বল।
সে যে মোদের বন্ধু আপন,
রাখিস না কিছু যে গোপন।

এমনিভাবে হায়,দিন যে কেটে যায়;
৬ষ্ঠ তরীর ভেলায় চলছি কিনারায়।

চলছি মোরা,সাথে মানিক-জোড়া;
খাদিজা-রেহানা,মৌ-ইসরাত,
রাবেয়া-শামিমা,নূরী-পিংকি তোরা।
হেথায়,যেথায় ঘুরে ফিরি, ভেবে হই সারা।
চারটি বছর এমন বাধনে
ইউনুস আলীর মধুরো বচনে
সকলে মজিলো রে।

এমনি করে কাটছে যে দিন
চলছি অনেক দূর,
চলছে তরী,গড়ে বন্ধুত্বের বাড়ি
বিছিয়ে হৃদয়পটে মধুর স্মৃতির টান,
কভূ যেন হয়নারে শেষ রইলো আহ্বান।

ময়না,তানিয়া,গড়েছে মায়াজাল চার বছর ধরে,
সকলেই মোরা জানি যে তা,নয় অগোচরে।

বিলকিস,আমেনা,আফরোজা,শারমিন
হাসি,গল্প আর পড়াশুনায় ব্যস্ত যে সারাদিন।
নূরজাহান,সোনিয়া, জুই সই যেন মনে হয়,
দেখা নাহলে দিনযে কাটার নয়।

থ্রি ইডিয়ট মিলি,লিজা,শোভা
ক্লাসেও তাদের আলাদা করবে সাধ্য রাখে কেবা?।
মাসুম যে তার নিত্য সংগী দিয়ে শত সঙ্গ,
এই বন্ধন কোনদিনও তাই হবেনা ভঙ্গ।

৬ষ্ঠ তরী,৬ষ্ঠ তরী
যেতে হবে তারাতারী,ডাকিছে দিগন্ত;
দরকার যে তার মানবসেবার
সবে যে আজ আক্রান্ত।

ক্লাসের তোতাপাখি তাজরিন,বিউটি,লিপি,তাহরিমা;
তাদের আগে কেউ বলবে পড়া এ কভু হবেনা।

খদিজা,রিম্পা,মাসুরা ওরা
গাজী তাদের কত যে আপন
যায় কিরে বলা।

রাবেয়া,মাহফুজা,পারভীন,দোলা ও দোলন;
রাখিরে তোদের কথা হৃদয়ে সারাক্ষণ।
ক্লাসের মাঝে কথার জোড়ে রাখতিরে তাজা,
অবহেলা করলে কিন্তু দিব ভীষণ সাজা।

এমনিভাবে দিয়াছি পাড়ি,চলেছি বহৃদূর
ডাকিছে প্রান্তর যেতে হবে তাই,হব যে পারাপার।
বন্ধু মোরা রব চিরন্তন
তৃপ্তি,ইভা,রিনা করিসনা খন্ডন।


ইতি, সালমা,জুলি,সাদিয়া,নিলুফা,লাখ
রাখিস খেয়াল তরী যেন কোথাও, নেয়না আবার বাক।
লেবুর ফুলের মধুর গন্ধে সদা রইবো জাগা
পারবেনা কেউ হারাতে,আছেই বা আর কেবা।


সম্পা,শাম্মি,নাহার,রিমা
না হলে যেন আড্ডাই জমেনা।
হাসি,গল্পে মাতিয়ে ক্লাসখানা
বইগুলো যে রাজুর ঠিকানা।
রাজু যে মোদের বন্ধু আপন
সব পড়াগুলো বুঝিয়ে দে এখন।

মরিয়ম,আমিনা,আসমা,ফারহানা,পান্না;
হারাবিনা কোনদিন এই বলে করল ভীষন কান্না।

সত্যি তাই দিগন্ত বেলায়,
যেতে হবে নতুন ঠিকানায়।
রাখবি কি মোদের তোদের কল্পনায়?

রিক্তা,রিতা,রনজিতা,দিলরুবা,অরুণিমা
গাইবে গান খোলা আকাশে,আজ যে পূর্ণিমা।
৬ষ্ঠ তরীর ব্যথার পূজা হবে যে সমাপন
একটাই দাবি ভুলিস না,মনে রাখিস আজীবন।

লুনা,রিমা,সাথি,শামিমা,
সাহিনা,জুই,মেহেরুন ওরা
রহিলো সজাগ ধরিয়া তরীর হাল সর্বদা।

৬ষ্ঠ তরী যে চলছে হাকিয়া
দুর্যোগ-প্রবন সাগর পাড়ি দিয়া চলিছে অবিরত।
থাকিসরে সজাগ হয়না যেন তরী ক্ষত।

এমনি করে পড়লো মনে,আর কিছু স্মৃতিকথা,;
আরো আছে যে নিপা,সুচনা,আফরোজা।
হাফিজের সাথে ডিউটিটা হয়না যে বৃথা,
করিতে মানবসেবা মোরা কভু হবনা পিছপা।

ক্লাসের পরিশ্রমী বালিকা নাবিলা যার নাম,
ক্লাসসহ সবকিছুকেই সতেজ রাখিবে এই তার কাম।

৬ষ্ঠ তরীতে আরো আছে
সুমাইয়া,জান্নত, ফারজানা,নিলুফা,নিসা;
তাইতো মোদের তরী কভু হারায়নি কোন দিশা।
দিনগুলি মোদের কেটেছে ভীষণ
কেটেছে কত যে রঙ্গিন,
হাফিজ, মাসুম,রাজু, বুলবুল,গাজী, কাফি, মাহী;
ঘুরেছি কত শত দূর হয়ে সীমাহীন।
সকাল-দুপুর,রাত্রি মোরা
গড়েছি সহস্র স্মৃতি
হয়ে যে ছন্নছাড়া।

৬ষ্ঠ তরী ফিরিছে কিনারে
শত ক্রোশ দিয়ে পাড়,
দিতে হবে বিদায় তোদের
এই ভেবে আজ হৃদয়ে হাহাকার।

চারটি বছরের জমানো স্মৃতি
ভুলিস না যেন এই মোদের আকুতি।
নতুন বিশ্বের সুন্দর সূচনা
হোক মোদের এই প্রার্থনা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫

ধ্রুবক আলো বলেছেন: চারটি বছরের জমানো স্মৃতি
ভুলিস না যেন এই মোদের আকুতি।
নতুন বিশ্বের সুন্দর সূচনা
হোক মোদের এই প্রার্থনা।
,ভালো লাগলো ++

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:০২

গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ। ছাত্র জীবনের ৪ বছরের ভালবাসা দিয়ে লিখা কিছু কথা।

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪২

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.