নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট একটা জব করি, বাড়ি থেকে ১৮ ঘন্টার পথ।
এক বার গেলে ২য় বার যেতে ইচ্ছে হয়না (দুরত্বের কথা ভেবে)
ঈদের ছুটি না থাকায় জীবনের প্রথম বাড়ির বাইরে ঈদ করতে হল।
বাড়িতে বাবা,মা,বোন আর বউ এখন পড়া শুনা করে।
জীবনটা আসলেই অদ্ভুত।
একটা সময় অল্প কিছু হলেই অরামে কেটে যেত। আজ অনেক কিছু থাকলেও মনে হয় কিছুই নাই।
সকালে ঘুম থেকে উঠে নামাজ,একটু হাটাহাটি,সকালের রান্না,গোসল,খাউয়ার পরেই অফিস।
বিকেলে বাসায়। বাড়ি যাচ্ছি বলেও তা বাতিল করলাম (কিছু চিন্তার পরিবর্তন)
এই জন্য সবার মন খারাপ।
দিন যায়,মাস যায় কত দিবস কত উৎসব।
একটা সময় অল্প হলেও ভাবতাম এই গুলা নিয়ে। আর আজ??
রবি থেকে বৃহস্পতি এইটাই ভাবনার বিষয়।
নিজেকে একটা যন্ত্র ভাবলেও ভুল হবেনা।
ঈদে সবাইকে সাধ্যমত উপহার দিলাম কিন্তু নিজের জন্য??
২| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা তেমন সুন্দর নয়, আরেকটু গুছিয়ে লিখতে হবে।
৩| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮
তারেক ফাহিম বলেছেন: বছরের সব ছুটিই ঈদের জন্য বরাদ্ধ রাখেন, না হয় ফ্যামেলিকে নিয়ে আসেন।
৪| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বাস্তবতা।
৫| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: প্রিয় মানুষদের খুশি দেখে আপনার আনন্দ হয় না?
৬| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: প্রিয় মানুষদের খুশি দেখে আপনার আনন্দ হয় না?
৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬
গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৮| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮
গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ সুন্দর দিক নির্দেশনা মুলক পরামর্শের জন্য।
৯| ১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৯
গোধুলী বেলা বলেছেন: আমার আনন্দের এক মাত্র কারন এই প্রিয় মানুষ গুলাই।
১০| ১৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৫
ওমেরা বলেছেন: জীবন টা এরকমই।
১১| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:০৬
সনেট কবি বলেছেন: বাস্তব অনুভূতি ফুটিয়ে তুলেছেন। একটু মিলাদের ব্যবস্থা হলে মন্দ হতোনা।
১২| ২১ শে জুন, ২০১৮ ভোর ৬:৩৭
গোধুলী বেলা বলেছেন: কবি সাহেব আসুন বসে পড়ি
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭
প্রামানিক বলেছেন: চাকরি জীবনের বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ