নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তীব্র উষ্ণ ছোয়ার ভালোবাসায়
এক ফোটা জল যখন জীবনের দেখা পায়,
ছুটেছি তীব্রতর গতিতে
তাকাইনি পিছনে এক বারো ফিরিয়ে।
এমনি ভাবে শুরু হল মোর
শুরু জীবন ক্ষয়,
তোমরাতো বল এইতো হলে
তা যে শেষ হবার নয়।
কেটেছে সোনালী দিন গুলো
ছিলোনা সেথায় শব্দ, ধুলো
জীবনযাপনের নিয়ম এলোমেলো।
এভাবেই এগিয়ে চললাম ভবে
জল থেকে হ্রদযন্ত্র হয়ে
হাত,পা গুটিয়ে,
বের হবার উপক্রম
বিষাক্ত এই ধরায় হয়ে আলিঙ্গন।
দৌড়ের উপর চলছে জীবন
চলছে যেটা রবে আমরন,
জল থেকে পূর্ণ দেহ
হইনি কোথাও একটুও ক্ষান্ত।
কোল থেকে তুলে দিয়ে মাটিতে
এই শীতে শিখিয়েছে হাটিতে
হাটিতে হাটিতে শিখিয়েছে দৌড়াতে
চলতে জীবন ভর।
চলছি ছুটে, সব বাধা টুটে
চলছি আবিরাম,
শৈশব থেকে কৈশোর আমার
কভু নেয়নি বিরাম।
কষ্ট সয়ে পুরেছি আগুনে
হতে খাটি সোনা,
বিলিয়ে দিয়েছি জীবন ক্ষানি মোর
হয়নি কখনো গোনা।
চলছে জীবন,বয়ে মহা কল্পনা
একটি শেষে আরেকটি শুরু
চাউয়া গুলো যে অল্পনা।
এই বছর এই কাজ
সামনের বছর এইটা
এইভাবেই হচ্ছি বড়
বাড়ছে যে আমার বয়সটা।
চলতে চলতে হঠাৎ ভাবছি,বসে নিরালায়
সময় যে মোর ফুরিয়ে আসছে দক্ষিনের জানালায়
সবাই বলছে হচ্ছি বড়, বাড়ছি আমি বেশ
আসলেই কি হচ্ছি বড়? নাকি হচ্ছি শেষ?
এক দিকে বাড়ছে বয়স
অন্য দিকে ভাটা
জোয়ার ভাটার এই খেলায়
আমি যে কাব্য কথা।
এমনি ভাবে হব যে বিলীন, হারিয়ে তেপান্তর
এই পৃথিবীর মায়া ছেড়ে, হব যে রুপান্তর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
গোধুলী বেলা বলেছেন: একাকি ভাবলে এইটাই মনে হবে।
শুভ সন্ধ্যা
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০৬
গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: জোয়ার ভাটা দুটো মিলেইতো আমাদের জীবন। কখনো কখনো জীবনের মানে হারিয়ে ফেলি আবার ছন্দ খুঁজে পাই। পড়ে বেশ ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৭
গোধুলী বেলা বলেছেন: জেনে খুশি হলাম।
ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশা নিরাশা , জোয়ার ভাটা.... অতঃপর জীবন বয়ে চলে।
সুন্দর কবিতা। ভালো লাগলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪
গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ
এই জোয়ার ভাটায় বিলিন হতে এগিয়ে চলেছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
বিজন রয় বলেছেন: শুভসন্ধ্যা।
জীবনটাই কি একটি ভ্রান্তিবিলাস??