নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

তৃপ্ত আত্মা

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

নুসরাতের স্বরণে আমার ক্ষুদ্র চেষ্টা



মাগো শুনছো কি আমার পায়ের শব্দ?
রাত যখন গভীর, হয়ে নিস্তব্ধ
দুটি চোখ হতে পারেনি আজো ঘুমন্ত।

কেমন করে পাড়লো তারা
করতে আমায় ঘর ছাড়া
করতে তোমায় সর্বহারা।

আমার গায়ে জালছিল অনল
বাচঁতে দাউ বলেছি অনর্গল
কেউ দিলোনা বাচঁতে আমায়
শুয়ে ভাবছি হাসপাতালের বিছানায়।

সবাই বলছিলো আমি নাকি মৃত
দেখলাম তোমার ক্রন্দনরত, জড়িয়ে আমার গলা
বলছিলে তুমি, কেমনে গেলি টপকিয়ে আমার পালা?

সেদিন খুব কষ্ট হচ্ছিলো নিঃশব্দে করেছি ক্রন্দন
বুঝেলাম সেদিন তুমি যে আমার কতইনা আপন।
এর পর থেকে প্রতিটি দিন কেটেছে প্রতিক্ষায়
বর্বরতার বিচার পেয়ে তৃপ্ত আত্মার আশায়।

কেটেছে কত যে দিন,বসে আদালত পাড়ায়
কেটেছে জালিমের অপেক্ষায়,দেখতে মরণ সাজা
দেখো চেয়ে মোর কবর খানি, রক্তে রয়েছে তাজা।

আজ আমি তৃপ্ত, যারা আমায় করেছিলো বিবর্ণ
হয়েছে তারা নগন্য, পেয়েছে মরণ সাজা
বলব সবাইকে, খুশিতে ওপারে
হাজারো নুসরাত হয়েছে যেথায় অগোচরে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৬

বিজন রয় বলেছেন: মৃত্যুর বদলে মৃত্যু, এমন সমাজ চাই না।

কবিতায় +++++।

আপনি খুব কম পোস্ট করেন।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৬

গোধুলী বেলা বলেছেন: @বিজন রয়
আপনার মন্তব্য সঠিক তবে মৃত্যুর বদলে মৃত্যুর সমাজ ততদিন পর্যন্ত থাকা যৌক্তিক যত দিন না এই সমাজে এমন জঘন্য অপরাধের হ্রাস হচ্ছে।

ব্যাস্ততার জন্য কম সুযোগ পাই। কম লিখলেও আপনাদের লিখা গুলোর প্রতি দৃষ্টি থাকে।

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

বিজন রয় বলেছেন: ভোরের শীশিরের মাঝে, সকালের সুর্য কিরনে খোজ আমি কে বুঝতে পারবে। গোধুলির লম্বা আলোয় আধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

কিছু মনে করবেন না, আপনার প্রপিকের নিচে লেখা কথাগুলোতে কিছু বানান ভুল দেখাচ্ছে, আমি বোল্ড করে দিলাম। দয়াকরে ওগুলো ঠিক করে দিন।

ভাল থাকুন।
অনেক অনেক শুভকামনা।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

গোধুলী বেলা বলেছেন: ধন্যবাদ।
আমিও অনেক আগেই খেয়াল করেছি কিন্তু কিছু সীমাবদ্ধতার জন্য হয়ে উঠেনি।
আজই ঠিক করে নিব।

আপনিও ভালো থাকবেন।
অনেক শুভকামনা।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ন্যায্য বিচার হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৮

গোধুলী বেলা বলেছেন: @রাজীব নুর

কিছু কিছু দৃষ্টান্ত না থাকলে এই অপকর্মের ক্ষান্ত হবেনা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর লেখা। নিয়মিত লেখা চাই আপনার।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০১

গোধুলী বেলা বলেছেন: ইচ্ছা থাকলেও ব্যস্ততার জন্য হয়ে উঠেনা তারপরেও চালিয়ে যেতে চাই।
ধন্যবাদ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

ঢাবিয়ান বলেছেন: ফাসি কার্যকর না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৫

গোধুলী বেলা বলেছেন: রায় যেহেতু হয়েছে কার্যকরী হবার আশাবাদী

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে অনেক

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২২

গোধুলী বেলা বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরণার জন্য।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: শাস্তি হয়েছে, খুশি। কিন্তু অধ্যক্ষ, লিডার, টিচার ও দুএকজন ব্যতীত অল্প বয়সী ছাত্র বা ছাত্রী যারা সাথে ছিলো, তাদের খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ার পেছনের কারণও খুঁজে দেখা দরকার।

(পারলো, জ্বলছিল, দাও)

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: নুসরাত হত্যার বিচার হয়েছে, এটি দুঃসময়ের একটি সুসংবাদ। এই রায় কার্যকর করা হলে সেটা হবে আরো বড় একটি সুসংবাদ।
কবিতাটি আরো সুন্দর হতো, যদি আপনি আপনার পাঠকদের পরামর্শমত ভুল বানানগুলো শুধরে নিতেন। বানান ভুলের কারণে একটা ভাল লেখার মানি হানি হওয়াটা দেখতে ভাল লাগেনা। যেমন, কবি বিজন রয় যে ভুল বানানগুলো বোল্ড করে লিখেছেন (অবশ্য কবিতায় নয়, আপনার পরিচিতিতে), তার মধ্যে 'গোধুলি' বানানটা এখনো ভুল রয়ে গেছে। আমিও জানি, সঠিক বানানটা হবে "গোধূলি"। তবে আপনার লেখা 'গোধুলি'ও শুদ্ধ কিনা, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত নই, যেমন নিশ্চিত "গোধূলি" এর ব্যাপারে।
কবি জুনায়েদ বি রাহমান ব্রাকেটের মধ্যে তিনটে ভুল বানান উল্লেখ করে গেছেন। সেগুলোও আজ অবধি ভুলই রয়ে গেছে। হয়তো আপনি তার মন্তব্যটি এখনো দেখেন নি, তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.