নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি দেখেছো,নির্যাতিতদের আর্তনাদ?
বাবা,মা,ভাই বোন মরে সব হয়ে গেছে বরবাদ!
বিশ্বযুদ্ধ শেষ হয়েও রয়ে গেছে এক যুদ্ধ
মহামারী সেই যুদ্ধটা যে,থামাতে পারেনি গৌতম বুদ্ধ।
ইউরোপ থেকে আমেরিকার সব যুদ্ধজান
করছো বিক্রি ইসরাইলে, কমছে মানবতার আহবান।
তোমরাই গড়েছো জাতিসংঘের আবাসন
মুখে বলো শান্তি চাই,অন্তরে যে যুদ্ধের আহবান ।
তোমরা মুখে বুলি উড়াও,মানবতা মহিয়ান
শান্তির তরে নাইকো ছুটা,শান্তির হল অবসান।
বিশ্বশান্তির কথা বলো,কাজে এগিয়ে ক্ষণ
দোহায় তোমার শান্তি কল্পে, পড় আবার গীতা-রামায়ণ।
শুনেছো কি কোলের শিশুর মুর্ত আর্তনাদ
ঘর বাড়ি হারিয়ে আজ জীবনটাই বরবাদ।
অত্যাচার আর নিপীড়ন,হচ্ছে যেথায় ক্ষণেক্ষণ
থামাতে তাদের বাইবেলটা তুমি, পড় দিয়া মন।
শান্তির বানী প্রচারিত আজ শুনো হে সর্বজন
তোমার ভাইয়ের রক্ত যেনো না হয় আর বিসর্জন।
সৃষ্টির সেরা মানুষ সবাই নাই ভিন্ন অবস্থান
মানুষের তরে মানুষ মোরা, ইসলাম যে করেছে মহান।
শান্তির তরে একতা চাই পশ্চিম থেকে প্রাচ্য
অকারনে একটি দেহ, হয়না যেনো নির্যাতিত।
যুদ্ধ নয় মানবতা হোক আমাদেরও অগ্র
বিশ্বকে মোরা ফিরিয়ে দিতে চাই, বানিয়ে ভূস্বর্গ।
২| ১৯ শে মে, ২০২১ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: মানবতার চেয়ে বড় দুনিয়াতে আর কিচ্ছু নেই।
কবিতা খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২১ রাত ১০:০৮
জটিল ভাই বলেছেন: কিন্তু ভালো লাগে আমি মুসলমান আপনি কাফির বলে,
খুঁজিলে দেখি অন্ধকারের বাস প্রদীপেরই তলে!