নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমি

জামিল হায়দার চৌধুরী

জামিল হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাচ্ছি আমরা - ২

২৮ শে মে, ২০১৫ রাত ১০:৩৪



আমরা বাস করছি রাজনৈতিক 'ভন্ডামীর' মধ্যে, আমাদের রাজনৈতিক নেতারা ক্ষমতায় এসে 'স্বৈরাচারী একনায়ক' হয়ে যায়, 'গনতন্ত্রের' বুলি আওড়িয়ে হয়ে যায় 'সেচ্ছাচারী বিধাতা', জনগনের অধিকার নিয়ে কেউ কথা বললে সরকারের 'স্বার্থভোগীরা' বলেন, "পশ্চিমারা তাদের মূল্যবোধ আমাদের উপর চাপিয়ে দিতে চায়," কিছুদিন আগে শুনলাম আমরা আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী 'ডক্টর মাহাথির মুহাম্মদ'কে অনুকরন করছি, আমাদের দেশ তাহলে 'মালয়েশিয়া' হয়ে যাবে, শুনে খুব মজা পেলাম।
'উনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে আধুনিক মালয়েশিয়ার রূপকার 'সাবেক প্রধানমন্ত্রী
ডক্টর মাহাথির মুহাম্মদ' বলেছেন, 'একজন
সুযোগ্য নেতাই পারেন একটি দেশের ভাগ্যোন্নয়ন করতে আর সুযোগ্য
নেতা হতে হলে অনেক গুণের অধিকারী হতে হয়। যেমন—সততা, ভালো চরিত্রের অধিকারী, বুদ্ধিমান, মেধাবী এবং সৎ।' তিঁনি আরও বলেন, 'অযোগ্য নেতৃত্ব একটা দেশকে যেমন ধ্বংস করে
দিতে পারে তেমনি একজন যোগ্য নেতাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।' পার্থক্য এখানেই, ওনার চিন্তাধারা 'ভবিষ্যৎ মুখি', মানুষের প্রাপ্য অধিকার দেয়ার ব্যাপারে সবসময় সচেতন, মূল্যবোধ 'গনতান্ত্রিক', আর আমাদের চিন্তাধারা 'অতীত মুখি', মানুষের অধিকার আমাদের কাছে আপত্তিকর বিষয়, আমাদের মূল্যবোধ 'উৎপীড়ন, শোষণ, ক্ষমতা দখল, জমি দখল, নদী দখল, ঘুষ, দূর্নীতি, লুন্ঠন, অন্যায়, অনাচার, মিথ্যাচার, দাপট, মানুষের অধিকার ছিনতাই, মানুষকে বোকা বানিয়ে রাখা', হাহাহা.... তারপরও 'আমরা নাকি মালয়েশিয়া হয়ে যাচ্ছি'!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.