![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড্যানিয়েল নামে এক ব্রাজিলিয়ান, তার বারো মাসের সৎ ছেলেকে যৌন নির্যাতন করে মেরে ফেলার স্বীকারোক্তি দেয়ায় তাকে জেলে পাঠানো হয়, এই কু-কর্মের কথা জেলখানায় জানাজানি হলে জেলের বিশ জন কয়েদি উপর্যুপরি তার...পথে যৌন নির্যাতন করে, জেল হাসপাতালে...সেলাই দিয়ে চিকিৎসা করা হয়, সে সুস্থ হয়ে জেলে ফেরার পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, আবার হাসপাতাল...সেলাই, এভাবেই তাকে জেলের সঙ্গীরা শাস্তি দিতে থাকে' বিচার কার্যকর করার আগে পর্যন্ত।
আমরা এমন এক দেশে বাস করছি, যেখানে মুখে নারীর অধিকার সমান, নারীর অধিকারের কথা বলে 'বিদেশীদের কাছ থেকে 'মডেল' দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া যায়, কিন্তু বাস্তবতা কি?
নারীরা প্রতিটা ক্ষেত্রেই নির্যাতিত হচ্ছে, আদিবাসী একটি মেয়ে গ্যাং রেপের স্বীকার হয়েছে, কোন ঘটনারই বিচার তো দূরের কথা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মানুষরূপী নরপশুদের খুঁজেই পায় না, মনে হচ্ছে ধর্ষনকারী'র অবস্থান ধর্ষিতা'র চাইতেও বেশী নিরাপদ। ভারতে' বাসে ধর্ষনের ঘটনায় পুরো ভারত জুড়ে প্রতিবাদের ঝড় উঠে অথচ, একই ঘটনা আমাদের দেশে ঘটল আর আমরা প্রতিবাদ করতে পর্যন্ত ভয় পাচ্ছি, মুখ বুঝে সহ্য করছি, আমরা কি তাহলে মেরুদণ্ড'হীন জাতিতে পরিনত হচ্ছি? যদি তাই হয়, তাহলে কোথায় যাচ্ছি আমরা?
©somewhere in net ltd.