নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিউচার ইজ নট আওয়ার্স টু সি..

হাইজেনবার্গ ০৬

Nothing to Say

হাইজেনবার্গ ০৬ › বিস্তারিত পোস্টঃ

সব স্লা\'র উল্টা খোমা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৮




বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হইছিল বিচারপতি শাহাবুদ্দিন কেয়ারটেকার সরকারপ্রধান থাকা কালিন।অথচ ঐ নির্বাচনে হেরে হাসিনা কয় 'সুক্ষ্ কারচুপি' হইছে।

যিনি কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করছেন তিনি-ই ক্ষমতায় আইসা তা বাতিল করছেন। উচ্চ আদালত হুদাই রং হেডেড বলে নাই। ১/১১ পরে আপায় আইসা মেয়র নির্বাচন দিলো,শুরুতে যা গ্রহনযোগ্যভাবে সুষ্ঠ ছিল, পরে মেয়র নির্বাচনে ধ্বস দেইখা আপায় টের পায়, আপায় যতই ভালো কাজ করুক নির্বাচন সুষ্ঠ দিলে সাধারন জনগন তারে ভোট দিবে না।ভাবটা এমন '' স্লা এতো ভালো কাজ করি তবুও ভোট পাইনা! যাহ তোদের ভোটই দিতে দিমুনা। শুরু হলো ভোট ডাকাতি। রাতের ভোট। দিস হেজ হেপেন্ড এন্ড ঊই লেট ইট হেপেন্ড।উই অল নো ইট। শেখ মুজিব, মুক্তিযুদ্ব ,৭১ এর চেতনার সাথে রাতের ভোট কিভাবে খাপ খায়?? ডাজ এনিবোডি কেয়ার? দালালেরা চেটে পুটে খেয়ে অগুনতি টাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বিদেশে হাওয়া। রেখে যায় নস্ট নদি, নস্ট রাস্তাঘাট, নস্ট শিক্ষা ব্যাবস্থা, নস্ট বিচার ব্যাবস্থা, আপনি খারায়া যাবেন আমি বহয়া দিমুর মত নস্ট দেশ।

ব্লগে লীগের হাফ উইটেড, বেহায়া, ল্যাংটা দালালেরা দেশকে সিংগাপুর করে দেখায়, বাট সিংগাপুরের মত একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে দেখাতে বলেন, দেখবেন আপনাকে অনেক রকমের অংক শিখাবে কিন্তু সিংগাপুর কেন তাদের বাপের দেশ ইন্ডিয়ার মতোও এক্টা সুষ্ঠ নির্বাচন করে দেখাতে পারবেনা। তাদের মুখে এক কথা অন্তরে আরেকটা,লীগের সব স্লা'র উল্টা খোমা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনাদের একটাই চিন্তা রাজাকারদের হাতে ক্ষমতা চলে যাবে আর তেনাদের সমর্থকদের('বাংলাদেশ বিকল্প দেখান লীগ';) একটাই চিন্তা - বিকল্প দেখান...

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৩

হাইজেনবার্গ ০৬ বলেছেন: বিকল্প ধানের শীষ। সুস্থ্য গনতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার, অথচ বিরোধী নেতা কর্মীদের নামে ভূয়া মামলা দিয়ে হয়রানি সহ, গুম, খুন করে ভয়ংকর এক পরিস্থিতি দার করাইছে। নিজে স্বৈরাচারী হইছে।সিংগাপুরে কি এমন হয়?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকে ভোট দেবে। কেন দেবে? বিএনপিকে ভালোবেসে না কি বর্তমান আওয়ামীলীগের ওপর ত্যাক্ত বিরক্ত হয়ে? মতামত আশা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭

হাইজেনবার্গ ০৬ বলেছেন: খালেদা জিয়াবাংলাদেশর তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন কি বিনা ভোটে?বিএনপির ভোট কি শেষ হয়া গেছে?

বিএনপিকে ভালোবেসে না কি বর্তমান আওয়ামীলীগের ওপর ত্যাক্ত বিরক্ত হয়ে: আমার মতে বিএনপির ভোটার এখনো দেশে আছে, তারা ভোট দিবে। সাধারন মানুষ যারা ত্যাক্ত বিরক্ত তারাও ভোট দিবে মনে করি। লোকাল কিছু জামাতের ভোটার থাকলেও আমার মনে হয় না জাতীয় পর্যায়ে তারা জামাত বা ইসলামিক কোন দলকে ভোট দিবে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সহমত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৮

হাইজেনবার্গ ০৬ বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: কি বলব , বলার ভাষা নেই ।

তবে আশাবাদী এই ভেবে যে, একদিন হয়ত আবার মানুষ ভোটাধিকার ফিরে পাবে । আর এখন দেশের রাজনীতি ও তার নেতাদের যে অবস্থা ভাল কে এবং কই ? লোম বাছতে গেলে কম্বল উজাড় হয়ে যাবে আর সাধারন মানুষের গায়ের ছাল।যদিও সাধারন মানুষের গায়ের ছাল অলরেডি নাই হয়ে গেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৪

হাইজেনবার্গ ০৬ বলেছেন: এমন অসহায়েত্বের মধ্যে শুয়র ব্লগ দেশ সিংগাপুর, ইউরোপ হয়া গেছে পোস্টায়।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: তাদের সিংগাপুরে রাতেও ভোট হয়। সত্য বললে বিপদ এখন

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৫

হাইজেনবার্গ ০৬ বলেছেন: স্বৈরাচারের বৈশিস্ঠই এমন, সত্যকে তারা ভয় পায়।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দর্শক তো কিছু আছেই। কিন্তু গোলদাতাই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫

বিটপি বলেছেন: ব্লগ লীগের হাফ উইটেড, বেহায়া, ল্যাংটা দালাল বলতে কি আপনি কলাবাগান১ কে বুঝিয়েছেন? উনি কিন্তু বৈজ্ঞানি মানুষ। মাইন্ড করলে আপ্নারে মৌলবাদী ধর্মান্ধ বানায়া দিতে পারে।

@বিচার মানি তালগাছ আমার, এইরকম চিন্তা ভাবনা করে হাসান কালবৈশাখী। ইনি বোধ হয় সরকারের নিয়োগ করা সামু এজেন্ট। তাই চোখে ঠুলি পড়া ছাড়া তিনি কিছু দেখেন না।

@অনিকেত বৈরাগী তূর্য্য, মানুষ কখনোই বিএনপিকে ভোট দেবেনা। যারা ক্ষমতায় থেকেও আওয়ামী লীগকে সামলাতে পারেনা, তাদেরকে ক্ষমতায় এনে লাভ কি?

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬

কলাবাগান১ বলেছেন: বিনপি কে আজ পর্যন্ত্য দেখলাম একটা বুদ্ধিদিপ্ত প্রতিবাদ করতে....এর চেয়ে ঢের ভাল প্রতিবাদ করতে দেখেছি ক্লাশ ৬/৭ এর ছেলেমেয়েদের নিরাপদ রাস্তার আন্দোলনে....দেখেছি সিলেটের বিশ্ববিদ্যালয় এর ছাত্র/ছাত্রীদের হাতের রক্তের ছাপ দিয়ে বুদ্ধিদীপ্ত প্রতিবাদ করতে....বিনপি এর কাছে প্রতিবাদ মানে বাসে বোমা/আগুন.....সাইলেন্ট মেজোরিটির সমর্থন এসব বুদ্ধিদীপ্ত কাজের মাধ্যমে আসে।

গো ধরছে নির্বাচন কমিশনে নাম দিবে না....এটাকে প্রতিবাদ বলে না....

আমি হলে বলতাম চলেন কোন নাম না দিয়ে সাদা কাগজ জমা দিয়ে আসি প্রতিবাদ হিসাবে.....আরো ভাল হত ১৬ কোটি নাম কাগজে লিখে/প্রিন্ট করে ট্রাকে করে জমা দেওয়ার শো ডাউন করা

করবে কিভাবে ...।চিন্তা ভাবনার দৌড় যে কত টুকু তাদের হাওয়া ভবন কেন্দ্রিক দেশ চালানোর সময় দেখেছি

আমাকে হাফ উইটেড বলা টা একটু বেশী হয়ে গেল না??? আমি তো মনে করি আমি কোয়ার্টার উইটেড এর কাছাকাছি হতে পারি...।অথবা তারচেয়ে কিছুটা কম হতে পারি।
আর দালাল বলছেন?? গর্বিত ১৯৭১ এর সাপোর্ট করা দল এর দালাল হতে পেরে...।

অন্তত রাজাকার বা রাজাকার দের সাপোর্ট দেওয়া কারো সাথে হাত মেলাতে হয় না ....হাত মিলালে সেই হাত দিয়ে আর জীবনে ভাত খেতে পারতাম না...... ১০০ বার সাবান দিয়ে হাত ধুলেও...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.