![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতবছর এই সময় দারুন উত্তেজনায় কাটছে। সামুর দুইজনরে ফেইজবুকে ফলো করি। আপায় যখন রাজাকার নি্যা কথা বল্লো ঐদিন রাতে একজন স্ট্যfটাস দিয়ে লিখেন ' লীগ মনে হয় ব্লান্ডার করে ফেললো'। তখন থেকেই আমি আশাবাদী এবার কিছু যদি হয়া যায়! ৪ তারিখ সারা রাইত 'হজাগ',টেনশনে থাকি, কোন খবর পাচ্ছি না। ঢাকা থেকে মিক্সড আপডেইট আসে, কিন্তু খেলা ফাইনাল হয় না।পরে দ্বিতীয় জন ফেইসবুকে লিখে 'আপায় পালাইছে''। টেনশন মুক্ত হই। পরে আস্তে আস্তে আরো বিস্তারিত জানতে পারি।
সবার আগে কাজে কল দিয়া কই 'আজকা কামে আইতে পারুম না, আইতে্ কইলে লন্ডন শহরে কুবাকুবি লাইগ্গা যাইবো'। অফ নিয়া বিকালে আলতাব আলির পার্কে বন্ধুদের নিয়া গেনব্জাম করার প্লান করে সেখানে যাই।
পার্ক ভর্তি মানুষ। সবাই আসছে ফ্যামিলি নিয়া। শহীদ মিনারে বি এন পির গেন্জাম, সবাই স্লোগান দিচ্ছে, অনেকের হাতে পতাকা, হাতে তালি দিচ্ছে। একজন আরেক জনরে ধরে কোলা কোলি করছে, ঈদমোবারাক জানাচ্ছে।একদল দেখলাম আপার কুশপুত্তলিকা বাশে টাংগাইছে, অনে্কে পায়ের জুতা খুলে ছুড়ে মাড়ছে, অনেকে জুতা দি্যে বাড়ী দিচ্ছে।
বানানা বোটে করে আসা দেশি ভাইয়েরা আয়া পরছে, ঝাল মুড়ি বেছতে। মামা ভালো কইরা বানান, ২ টাকার ঝাল মুড়ি আজকা আপনারে ৫টাকা দিমু। মুড়ি খাইতে খাইতে ভীর ঠেইল্লা ডাইনে গিয়া বায়ে গিয়া দেখি আরেকদল গেন্জাম করতাছে।আমিতো ভাবছিলাম সারা পার্কই বি এন পি র লোকজনে ভরা, পরে বুজলাম এরা শিবির গ্রুপ, মনডা কেন জানি খারাপ হয়া গেলো। এই হালারাতো ভালই জমাইছে।এত্তো সব ইয়াং পোলাপাইন শিবির করে?! একটু আশ্চর্য হইছি।দেশে অবশ্য 'জেডি' খাওয়া পোলাপাইনও দেখছিলাম,কয় দাড়িপা্ল্লা্য ভোট দিব! এই চিন্তায় বাধা পড়লো, কেজানি কোনা কান্চিতে গান্জা টানতাছে। গন্ধে মঔ মঔ এলাকা। গেলাম ঐদিক্বে যদি ব্লাকে দুইডা টান ,,,
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৩
হাইজেনবার্গ ০৬ বলেছেন: আপনার কমেন্টা জটিল।
২| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপায় এক বছর ক্ষমতাই নাই। উন্নয়নের জোয়ার, উন্নয়নের মহাসড়কের কথা এখন শুনা যায় না।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:০৮
হাইজেনবার্গ ০৬ বলেছেন: উন্নয়নের নামে চলছিলো লোটপাট ।
৩| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: খুশির সময় এখনো আসেনি। বিকাল ৩ টায় সেই মাহেন্দ্রক্ষণ।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১৩
হাইজেনবার্গ ০৬ বলেছেন: আপা নাই তাই সবসময়ই খুশি।
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫০
বাকপ্রবাস বলেছেন: তখন দেশে ছিলাম, ডরে প্রোফাইল লাল করা হয়নি, অনেক উত্তেজনা আনন্দ মজাই মজা।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১৭
হাইজেনবার্গ ০৬ বলেছেন: আপায় ভয়ন্কর ডর ভয়ের সংস্স্কৃতি চালু করছিলো । আল্লাহ বাচাইছে।
৫| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: রাজাকারদের উল্লাসের এক বছর হলো।
০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:১৯
হাইজেনবার্গ ০৬ বলেছেন: আপা ছাড়া আপনার কি মন খারাপ?
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৫
মেঘনা বলেছেন: আফনের উল্লাসটা সাময়িক
আর শিবিরের উল্লাসটা রাজনৈতিক।