নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিউচার ইজ নট আওয়ার্স টু সি..

হাইজেনবার্গ ০৬

Nothing to Say

হাইজেনবার্গ ০৬ › বিস্তারিত পোস্টঃ

গগনলাল আমার বন্ধু!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৪



ইউনূস স্যারের এবারের আমেরিকা ভিজিট নিয়া অনেক হৈ চৈ হইতাছে। পরাস্ত লীগের ডিরেক্ট বেনেফিসিয়ারীরা এর মূল ক্রীড়নক।লন্ডনে, দেশে,সামুতে, এরা দারুনভাবে সক্রিয়। এস আলমতো আছেই, লুটের টাকার ব্স্তা লয়া।'লাগে পাঁচশো নে হাজার'। আমেরিকায় কারা গেন্জাম করছে তা জানতে হলে আমার আজকের পোস্ট পড়ুন ;) লাইক,শেয়ার আর ফলো দিয়ে দুরে থাকুন =p~

স্কুলে থাকতেই গগনলাল এলাকায় আধিপত্য বজায়া রাখতো,পোলাপইনের এক্টা গ্রুপ চালাইতো।ছেলে ভালো, বাকের ভাই টাইপের মাস্তান, পড়াশুনায় মন নাই। একবার এক গেন্জামে ক্ষুর/নাইফের 'পাড়' খায়া আমার বাসায় পলায়াছিলো বেশ কিছুদিন।দুই মহল্লার গেন্জামে উত্তেজনা বশত 'কাটা' দিয়া গুলি করে একজনকে।পা্ল্টা ধাওয়া খায়া যে পিছে পরেছিলো সে কাছের এক বাড়ীতে ঢুকে দরজা লাগায়া দেয়।গগনলাল আর তার সংগী দরজায় কিছুক্ষন লাথি দিয়ে না ভাংতে পেরে ফিরে যাচ্ছিল।গগনলাল ফেরার পথে তার সংগীর সাথে কাটা দেখে চিল্লায়া উঠে 'তোর লগে মেশিন আছে আমারে কইলি না কেন?'এ বলে আবার ফিরে যায় বাড়ীর দিকে, এবার 'কাটা'র বাট দিয়া বাড়ি দেয়,জানালা খুলে যায়, তাক করে গুলি। ফেরার পথে হি রিয়ালাইজড, হোয়াট হেভ আই জাস্ট ডান?!

পলায়া আপার দেশের কোলকাতায় চলে যায়। আমিও দেশের বাইরে, যতটুকু পারলাম সাপোর্ট করলাম। অনেকদিন পর দেখা হলে একশনের বিশদ বর্ণনা শুনি।তখন অলরেডি এলাকায় আবার ফিরে গেছে।এলাকায় বিশাল রেস্পেক্ট,এমনিতে জনসেবামূলক কাজ করত।ফেরার পরে আরো বেশী জনপ্রিয়।দেশের আদালতের কাহিনী জানলাম তখন ;) ডিটেইল কমুনা, পরে আদালত অবমাননায় ভাইরাল অইতে চাইনা =p~ দেশে গেলে আড্ডায় দেখা হয়, জিগাই কিরে কাহিনী কি?কয়, শ্লা ম্যয়তো সাব বান গায়া, মুক্তিযোদ্বা সংসদের বসু ভাই সহ আরো যত হ্যাডমরা আছে তারা কোথাও কোনো বিচারে আমারে ছাড়া যায় না, কয় 'গগনলাল ছাড়া বিচার অইবোনা! এ বলে আর হাসে। আমি জিগাই বিচার কি ঠিক মত করস নাকি দুই নাম্বারী করস? গগনলাল কয় ' বিচারের আগেই 'নিকো' ;) (নেগসিয়েশন) হয়া যায়। যে টাকা বেশি দিবো বিচারের রায় হে পাইবো।আমরা পরে টাকা ভাগাভাগী। অনেক পরে সে নুকা মার্কায় এলাকার জনপ্রতিনিধি।লেটেস্টে আপায় পালায়া দিল্লিতে আর গগনলাল নূয়র্কে। ঐ যে, যে শহরে ধোনগাজী থাকে। =p~

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার বন্ধু গগনলাল পোংটা ছিল, আপনিও কম না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:০২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: মানড্যয়েন লাইফে অল্প পোংটামি দরকার আছে। আপনি কি শান্ত,ভদ্র, নলেজ বিশিষ্ট =p~ ? আপনার নিকটা জোস আছে।ইহা কি আপনার নাম?

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গগন লালদের পালাতে দেয়া ঠিক হয়নি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:১২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: পালানোর রাস্তা এদের আগেই প্লান করা থাকে। এসব গ্রাউন্ড লেভেলের নেতাদেরও পশ্চিমা দেশের পাঁচ বছরের মাল্টিপল ভিসা লাগানো থাকে। লীগের চুনোপুঁটিসহ ক্ষৎরনাক নেতাদের সেইফ এক্সিট দেয়ার জন্য উর্দীবাহিনী দায়ী। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ রইলো।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৭

শেরজা তপন বলেছেন: আল পাচিনোই তবে আপনার সেই বন্ধু গগনলাল!!!
তা ভাই আমি ঠিক ক্যাচ করতে পারছি না; শেষ লাইনের শেষ বাক্যটা, তাঁর কথাই তো বলছেন নাকি? :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

হাইজেনবার্গ ০৬ বলেছেন: আল পাচিনো না ভাই, ডি নিরো ;) ৫ আগষ্টের পরে গগনলাল পালায়া নূয়র্কে চলে যায়, যেখানে ধোনগাজী ভিক্ষা করে। =p~

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: গগনলাল নিপাত যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.