নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলদা নদী

হলদা

রাউজান,চট্রগ্রাম

হলদা › বিস্তারিত পোস্টঃ

ডেসটিনি ট্রি প্লেনটেশন/পিভিসি কার্ড এর টাকা কিভাবে ফেরৎ পাওয়া যাবে

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

ডেসটিনি ট্রি প্লেনটেশন/পিভিসি কার্ড এর টাকা কিভাবে ফেরৎ দিবে সে বিষয় নিয়ে আলোচনা নাই।মানুষ আপনাদের উপর আস্তা রেখে ডেসটিনিতে বিনিয়োগ করেছে।তাই মানুষের আমানত ফিরিয়ে দেয়া আপনাদের দায়িত্ব।আপনারা যদি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে না বুঝাতেন তা হলে এত বিনিয়োগকারী পেতেন না। এ বিনিয়োগ এ লুকিয়ে আছে অনেকের অনেক কষ্ট অর্যিত টাকা।মানুষ খেয়ে না খেয়ে বিনিয়োগ করেছে আপনাদের কথার উপর ভিত্তি করে। আশা করি সুসংবাদ দিবেন………
সে অপেক্ষায় রহিলাম………..

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬

নিজাম বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী। ওভাবে অনুনয় বিনয় করে কাজ হবে না। ঘাড় ধরে টাকা নিতে হবে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২

শোভ বলেছেন: ডেসটেনিতে যারা টাকা দিয়েছে প্রত্যাকটি মানুষ লোভি , লোভ সব মানুষেরই আছে কিন্তু এদের এতো লোভ যে এই বিরল জাতির প্রানীকে কিসের সাথে তুলনা করব খুজে পাচ্ছি না । আমার কাছে যারা পরামরশ নিতে এসেছে তাদের সবাইকে ডেসটিনির ছোবল থেকে বাচিয়ে রেখেছি । যাকে বাচাতে পারিনি সেই ডাইমন ছগির এখন পলাতক ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২

শোভ বলেছেন: ডেসটেনিতে যারা টাকা দিয়েছে প্রত্যাকটি মানুষ লোভি , লোভ সব মানুষেরই আছে কিন্তু এদের এতো লোভ যে এই বিরল জাতির প্রানীকে কিসের সাথে তুলনা করব খুজে পাচ্ছি না । আমার কাছে যারা পরামরশ নিতে এসেছে তাদের সবাইকে ডেসটিনির ছোবল থেকে বাচিয়ে রেখেছি । যাকে বাচাতে পারিনি সেই ডাইমন ছগির এখন পলাতক ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৩

কালীদাস বলেছেন: গোল্ড, সিলভার, ডায়মন্ড পোস্টের লোভিদের চাকচিক্য দেখে বলদেরা দল বেঁধে গেছে অনেক বছর। পেপারে এত লেখালেখির পরও লোভ সামলাতে পারেনি, এখন সেটার মূল্য দিতে হচ্ছে।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতি লোভে তাঁতী নষ্ট...

৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

মার্কো পোলো বলেছেন:
টাকার আশা ছাড়ুন। তাদের ধান্ধবাজি মানুষ অনেক দেখেছে, অনেক সয়েছে।

আমার এক আত্নীয় তাদের ট্রি প্লানটেশনে বিনিয়োগ করেছিল। পরবর্তীতে টাকা দাবি করার পর বলে গাছ ছাগলে খেয়ে ফেলেছে। তাহলে বুঝুন তাদের ভণ্ডামি।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ডেসটিনির যে ডেসটিনি বা গন্তব্য ছিল অর্থাৎ মানুষকে প্রতারণা করে নিঃস্ব করা তা ঠিকমতই করতে পেরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.