নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ বন্ধ করে দেখুন।

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল › বিস্তারিত পোস্টঃ

ঝামেলামুক্ত ব্যাংকিং

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ব্যাংকিংয়ের সনাতনী কার্মকান্ড বেশ ঝামেলাপূর্ণ।



একটা ব্যাংক একাউন্ট খুলতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। একটা মোটামুটি অংকের টাকা লাগে একাউন্ট খুলতে। রেফারেন্স লাগে। আর বেশ সময়্ও লাগে।



এইজন্য বাংলাদেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ ব্যাংকিং সেক্টরের বাইরে ছিলেন। বিশেষ নিন্ম আয়ের মানুষজন। ফলে টাকার ব্যবস্থাপনার ব্যাপারটি তারা ভালো বুঝতেন না।



সম্প্রতি মোবাইল ব্যাংকিং বাংলাদেশে জোরেশোরে শুরু হয়েছে। এবং ব্যাপক জনপ্রিয়্ও হচ্ছে। লক্ষণীয় হচ্ছে, বিপুল সংখ্যক মানুষ যারা এতোদিন ব্যাংকিং সেক্টরের বাইরে ছিলেন, তারা এখন মোবাইল ব্যাংকিং করছেন। কারণ এটা সহজ, ঝামেলামুক্ত এবং ব্যাংক একাউন্ট খোলা একদম সহজ।



গ্রামের সাধারণ মানুষ আজ ব্যাংকিং করছে। এবং তাদের অর্থ এখন আরো অর্থবহ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

রক্ত পলাশী বলেছেন: OK banking নামে ONE bank আরও একটি মোবাইল ব্যাংকিং চালু করছে। বাংলাদেশ যেখানে যাচ্ছে, আর আমাদের রাজনীতি আইয়ামে জায়েলিয়া যুগে ফিরে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.