![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।
এজেন্টের মোবাইল দিয়ে টাকা লেনদেন করার চেয়ে নিজের মোবাইলে টাকা লেনদেন করা অনেক নিরাপদ এবং সাশ্রয়ী।
নিজের মোবাইলে বিকাশ একাউন্ট খোলা খুব কঠিন কিছু না।
মাত্র ৫ মিনিটে বাংলাদেশের যেকোনও প্রান্তে বসে আপনি বিকাশ একাউন্ট খুলতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
ভোরের সূর্য বলেছেন: এখন আর ব্যক্তিগত নাম্বার ছাড়া এজেন্ট নাম্বারে টাকা পাঠানো যায়না।এজেন্টের কাছে গেলে ব্যাক্তিগত নাম্বার লাগে তাছাড়া এজেন্টরা টাকা পাঠায়না অন্য এজেন্ট নাম্বারে।
মোবাইল ব্যাংকিং সিস্টেমটা ভাল কিন্তু আমার কাছে খুব এক্সপেন্সিভ মনে হয়েছে। খুব দরকারি বা ২/১ বার ছাড়া বিক্যাশ বা মোবাইল ব্যাংকিং এ টাকা লেনদেন করা এক্সপেন্সিভ।
যেমন প্রতি হাজার টাকা পাঠাতে বা তুলতে খরচ হয় ১৮.৫ টাকা। ১০হাজার টাকা পাঠালে বা তুলতে খরচ হয় ১৮৫ টাকা। এর সাথে ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ৫ টাকা কেটে নেয় এবং এজেন্টের দোকান গুলোতে ২০/৩০ টাকা আলাদা দিতে হয়।ব্যাংক গুলো বলে যে মোবাইল একাউন্ট চালাতে কোন খরচ হয় না একদম ফ্রী কিন্তু একটা সাধারণ হিসাব করুন যে মিনিমাম আপনি ১লাখ টাকা সারা বছরে ১০বার ১০ হাজার টাকা করে ট্রানজেকশন করলে আপনার খরচ হবে ১৮৫০টাকা এবং এর সাথে ৫টা করে ৫০টাকা সার্ভিস চার্জ। এবং দোকান গুলো ২০টাকা করে নিলে ১০বারে ২০০টাকা করে নেয়। তার মানে শুধুমাত্র ১লাখ টাকা ট্রানজেকশনে আপনার খরচ ২১০০টাকা।এবং মোবাইল ব্যাংক লিমিটেড একাউন্ট।
আমি মনে করি সাধারনত যারা শহরে থাকে তাদের উচিৎ ব্যাংকে লেনদেন করা।বিভিন্ন ব্যাংক আজকাল ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে সেখানে অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করা যায় সহযেই।এছাড়াও স্টুডেন্ট ব্যাংকিংও চালু হয়েছে।
যেমন আমি প্রাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং করি যেখানে ইন্সট্যান্টলি প্রাইম ব্যাংকের যে কোন একাউন্টে দিনে সর্বোচ্চ ৩লাখ টাকা পাঠানো যায় সেকেন্ডের মধ্যেই।এবং অন্য যার প্রাইম ব্যাংকে একাউন্ট আছে তিনি সাথে সাথেই কার্ড দিয়েই বুথ থেকে টাকা উত্তলোন করতে পারবেন।এই টাকা পাঠাতে ভ্যাট সহ লাগে ১০টাকার মতন। আপনি ১০০টাকা ট্রান্সফার করেন আর ১লাখ টাকা ট্রান্সফার করেন চার্জ ঐ ১০টাকা। আর ইন্টারনেট ব্যাংকিং এর সার্ভিস চার্জ বছরে ৫০০টাকা।আপনি ২৪ ঘন্টা টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং একই ব্যাংকের গ্রাহক সাথে সাথেই ২৪ঘন্টা যেকোন বুথ থেকে টাকা তুলতে পারবেন।এখন হিসাব করে দেখুন কোন সার্ভিসটা ভাল এবং খরচ কম।শুধু প্রাইম ব্যাংক না বরং আপনি অন্য ব্যাংকের সারা দেশে যে কোন একাউন্টে টাকা পাঠাতে পারবেন অবশ্য এখানে সময় লাগবে ২৪ঘন্টা। মানে আজকে পাঠালে কালকে দুপুর ২টার পর জমা হয়ে যাবে। তাছাড়া অনেক ব্যাংকে এখন ইভিনিং ব্যাংকিং আছে বা ডিপোজিট মেশিন আছে যেখানে রাতেও টাকা জমা দিলেও পরের দিন টাকা জমা হয়ে যায়। আর ইন্সট্যান্টলি তো ইন্টারনেট ব্যাংকিং আছেই।
আরো একটা তথ্য হল প্রায় সারা বাংলাদেশের পোস্ট অফিস গুলোতে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়। সেখানে প্রথম ১হাজার ২০টাকা এবং পরের হাজার ১০টাকা করে নেয়। এটা গ্রামের পোস্ট অফিস গুলোতেও আছে। যেটা আগে মানিঅর্ডার বলতো সেটা এখন এই সিস্টেমে চলে এসেছে।
আমি হয়তো প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ব্যাবহার করি কিন্তু অন্য ব্যাংকেগুলোতেও এরকম সার্ভিস আছে।তাই আমার মনে হয় একদম রিমোট এরিয়াতে যারা থাকেন বা যাদের কাছে অন্য প্রাইভেট ব্যাংক নাই তারা ছাড়া অন্যরা এই সার্ভিসগুলো ব্যাবহার করতে পারেন।
এবিষয়ে আমার একটা লেখা আছে পড়ে দেখতে পারেন।কাজে লাগতে পারে।
প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং