![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু ব্লগে রেজিষ্ট্রেশন করছি ৩ বছর ৪মাস।প্রায় চারবছর সর্ব প্রথম প্রজন্ম নামে একটা সাইটে তারপর আমার ব্লগে তারপর আমাদের প্রযুক্তি নামে একটা প্রযুক্তি বিষয়ক ব্লগে আরো কয়েকটি ব্লগ আছে যেগুলা তে রেজিষ্ট্রি হয়েছি ।অত:পর গুগুলের ব্লগপোস্ট আর ওয়ার্ডপ্রেসে চর্চা । তার পর সামু আর ফেবু । প্রথম প্রথম ফেবু ভাল লাগতো না কিন্তু যখন ফেবু কয়েকদিন ব্যবহার করার পর ফেবুতেই থাকি । ব্লগে খুব একটা আসা হয় না ।
.
.
.
.
এখন আমারে বলে ব্লগ মানে বুজ ?
তখন আমি হাসব না কাদব , বুঝতে পারি না । ওদের কথা শুনে মনে সবই আমরা বুঝি আর কেউ বুঝে না ।
কাকে চোখ বন্ধ করে ভাবে আমারে কেউ দেখতেছে না । এদের অবস্থাও এই রকম ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১
hamidul বলেছেন: ভাই তখন বলবে রাজাকার । সাঈদীর মুক্তি চাই । থিকজ...
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
যোগী বলেছেন:
ভাই আপনে আল্লাওয়ালা মনুষ, একবার কন আমি আস্তিক না নাস্তিক।
নানান লোকের নানান কথা শুনে খুব কনফিউশনের মধ্যে আছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
hamidul বলেছেন: ভাই আপনে নাস্তিক হন আর আস্তিক । তা নিয়ে আমার কোন সমস্যা না । সমস্যা হল আমার বিশ্বাস, আমার ধর্ম নিয়ে অপপ্রচার, অপবাদ, অযুক্তিক আক্রমন করলেন কিনা ?
আবার যুক্তিতে আছে না অভিযোগের প্রতিবাদ না করলে সেটা সত্য বলিয়া প্রমানিত হয় ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
অনির্বাণ তন্ময় বলেছেন:
ভাই ব্লগ কি জিনিশ? খায় না মাথায় দেয়?
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
আহমাদ জাদীদ বলেছেন: আপনারে জিগাইব কেন? আপনি তো উত্তর দিয়া ফেলবেন, আর উত্তর সঠিক হইলেই তাদের প্রব্লেম
। যাদের জিজ্ঞাস করলে উত্তর পাওয়া যাবে না, তাদের দিয়েই তো ফায়দা লোটা যায় নাকি??
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
hamidul বলেছেন: সত্যি কথা । কিন্তু জিগাইছে এটা ও সত্য । না জেনে আর কি
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
মনে নাই বলেছেন: কওমী হন আর অক্সফোর্ড হন কোন সমস্যা নাই, ব্লগে লিখলেই নাস্তিক!!!!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
hamidul বলেছেন: রবির এডটা দেখেছিলেন দাত ভাইঙ্গা গেছেরে বাধ বাইঙ্গা গেছে বলে শুনে।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
আমার স্বপ্নগুলি বলেছেন: আপনে মিথ্যা কথা কন। ব্লগ কি জিনিস আপনে বুঝতেই পারেন না। হাজার হোক আপনে মাদ্রাসায় পড়েন। আপনার এইটা বোঝার ক্ষমতাই নাই।
সব বোঝার ক্ষমতা আছে কেবল বাম-নাস্তিক গো। আর কারো কিছু বোঝার ক্ষমতা নাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
hamidul বলেছেন: অতিরিক্ত আয়োডিন খাওয়ার ফলে এই অবস্থা । সম্ভবত ।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০
অমাবশ্যার চামচিকা বলেছেন: "ব্লগার মানেই নাস্তিক" যেভাবে ছড়াইসে ছাগুরা, আপনি আসলেই কওমি ছাত্র কিনা এটাই নিয়াই পাবলিক এখন সন্দেহ করবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
hamidul বলেছেন: ভাই ভয় দিতাছেন নাকি ?
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আহমাদ জাদীদ বলেছেন: আপনারে জিগাইব কেন? আপনি তো উত্তর দিয়া ফেলবেন, আর উত্তর সঠিক হইলেই তাদের প্রব্লেম । যাদের জিজ্ঞাস করলে উত্তর পাওয়া যাবে না, তাদের দিয়েই তো ফায়দা লোটা যায় নাকি??
এইটাই ঘটনা
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
0গাংচিল বলেছেন: আহমাদ জাদীদ বলেছেন: আপনারে জিগাইব কেন? আপনি তো উত্তর দিয়া ফেলবেন, আর উত্তর সঠিক হইলেই তাদের প্রব্লেম । যাদের জিজ্ঞাস করলে উত্তর পাওয়া যাবে না, তাদের দিয়েই তো ফায়দা লোটা যায় নাকি?
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪
কানা ফকীর বলেছেন: "নাস্তিক হন আর আস্তিক । তা নিয়ে আমার কোন সমস্যা না । সমস্যা হল আমার বিশ্বাস, আমার ধর্ম নিয়ে অপপ্রচার, অপবাদ, অযুক্তিক আক্রমন করলেন কিনা ?"..........এইটাই হল কথা!সম্পুর্ণ সহমত।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
শিক্ষানবিস বলেছেন: আমাদের মান মাদরাসা শিক্ষিতদের সম্পর্কে ওদের ধারনা দেখলে হাসি পায়। আমি কওমী মাদরাসার ছাত্র। ৫ বছর ধরে ব্লগিং করি। শুধু বাংলাতে নয়, আরবীতেও। শাইখুল ইসলাম আহমদ শফী আমার উস্তাজ। ইবনে মাজা পড়েছি তার কাছে।
এখন শুনি ওরা বলে, ইন্টারনেট আর ব্লগ কি আমরা নাকি তা জানি না। কুপমন্ডুক কোথাকার!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
hamidul বলেছেন: ধন্যবাদ ভাই ।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
আশিকুর রহমান ১ বলেছেন: হনুর জাত মনে করে শুধু হনুরাই ব্লগ চিনে আর ওরায় একমাত্র দেশের উদ্ধারকর্তা
আমাদের হুজুরা সব খালি নামাজ পড়ে আর জুব্বা গায়ে দিয়া ঘুরে। দুনিয়ার আর কিছুই তারা জানে না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
hamidul বলেছেন: গাধাও নিজেরে সেরা মনে করে ।
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১১
জাতির চাচা বলেছেন: একটু আগে সামুতে একজনরে জিগাইতে দেখলাম আল্লামা শফি ব্লগ মানে কী তা জানেন কিনা।বুঝেন অবস্থা!এরা নিজেরাই মনে করে তারা ছাড়া আর কেউ ব্লগার না । হয়তো কাউকে চিৎকার করে বলার সময় এসেছে...এরাও ব্লগার।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪
hamidul বলেছেন: ধইরা গদাম দেয়া দরকার এদের ।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১২
নায়করাজ বলেছেন: ব্লগার হইল নাস্তিক - বলেছেন খালেদা জিয়া।
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫
নায়করাজ বলেছেন: আর আপনি যুদ্ধাপরাধীদের বিচার চাইলে তো আপনি নাস্তিক কনফার্ম। কেউ ঠেকাতে পারবে না। আপনাকে সবাই নাস্তিক বলবেই। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচার চাইবেন না।
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
নেকড়ে বলেছেন: বাম গো পাছায় বামঠ্যাং হান্দায়া দিতে মুঞ্চায়
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
hamidul বলেছেন: আমার তো ইনুরে পুরা দিবার মুন্চায়।
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
পত্রনবিস বলেছেন: ভালা লাগলো আপ্নের পরিচয় শুইনা কথা হইল গা রাজাকারগু বিচার চাইলেই কি নাস্তিক হইতে হয় ? আর এদের সাপোর্ট করলে কি আস্তিক এই সম্বন্ধে একটু কোন দেখি?
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
hamidul বলেছেন: আস্তিক ও নাস্তিকের সনদ ও পুরুস্কার, শাস্তি আল্লাহ তায়ালা দিব কিয়ামতের দিন ।
আমার কথা হইলো : "নাস্তিক হন আর আস্তিক । তা নিয়ে আমার কোন সমস্যা না । সমস্যা হল আমার বিশ্বাস, আমার ধর্ম নিয়ে অপপ্রচার, অপবাদ, অযোক্তিক আক্রমন করলেন কিনা ?
নাস্তিক, রাজাকারের সনদ দেয়ার অধিকার কারো নাই ।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫
দখিনা বাতাস বলেছেন: কওমী মাদ্রাসা বলেন আর ঢাবি বুয়েট যাই বলেন, আসল বাস্তবতা কিন্তু এই ১৬ কোটি মানুষের দেশে ১৬লাখ মানুষও ঠিকমত জানেনা ব্লগ কি। এখন অনেক মিডিয়াতে 'ব্লগ" শব্দটা শুনতাছে ঠিকই, কিন্তু এরাও পরিস্কার করে বলতে পারবে না ব্লগ কি। এইটা কি মানেন?
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
মুসলিম শরীফ বলেছেন: ভাই আমি ও কওমি মাদ্রাসার ছাত্র ছিলাম।
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনিতো বেজায় বদ প্রকৃতির লোক। আপনি কওমি মাদ্রাসার লোক ব্লগ ইউজ করবেন কেন? করলেও সবাইরে জানাইবে? চুপ মাইরা থাকবেন। ব্লগাররা নাস্তিক এই ধারনা শুধু জামাত শিবির ছরাইছে এই কথা চারিদিকে শুনি কিন্তু আমারতো মনে বদ নাস্তিকগুলা (আমি সকল নাস্তকি ব্লগারদের কথা বলছি না, ব্লগে একটা বদ গ্রুপ আছে তাদের কথা বলছি) নিজেরাও চায় সব কিছুতেই তাদের নাম যাক, না হলে আসিফ মহিউদ্দিন গ্রেফতার হইলে অন্য নাস্তিকদের প্রবলেম কি? গ্রেফতার হইছে কয়েকজন অপরাধি, তাদের কেউ নাস্তিক বা ব্লগার হিসেবে গ্রেফতার হয় নাই, ইসলাম নিয়ে কটুক্তির কারনে তারা গ্রেফতার হয়েছে, এখন এটা যে কেউ যে কোন ভাবে করতে পারে, তারা ব্লগ ব্যবহার করে হয়েছে) কিন্তু এর কারনে অনলাইন এক্টিভিস্ট এর চুটকি পুলকায় কেন?
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
তথই বলেছেন: আহমাদ জাদীদ বলেছেন: আপনারে জিগাইব কেন? আপনি তো উত্তর দিয়া ফেলবেন, আর উত্তর সঠিক হইলেই তাদের প্রব্লেম । যাদের জিজ্ঞাস করলে উত্তর পাওয়া যাবে না, তাদের দিয়েই তো ফায়দা লোটা যায় নাকি??
২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আপ্নে জানেন, মাগার সফেদ রুই তো জানেনা। পার্লে হেতেরে এত্তু শিখাইয়েন।
২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
পত্রনবিস বলেছেন: কথা সইনা ভালা লাগলো তয় বগুরা তে যে চাদে সাইদিরে দেখা গেসে এইদা লইয়া যে বাসেরকেল্লা সহ মসজিদে মসজিদে যে মাইকিং করসে ওই দার ব্যাপারে আপ্নের মতামত কি ওই দাও তো ইসলাম অবমাননার সমান ওই ব্যাপারটায় কিছু কোন ... আপ্নে কাওয়ামি ছাত্র অবশ্যই আপ্নের কাছ থেইকা যোগ্য উত্তর পাওয়া যাইব
২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪
মামুন,চৌ:হাট বলেছেন: নাস্তিক আগে ছিলও বর্তমানে আছে। তবে আগের নাস্তিকের সাথে বর্তমান নাস্তিকের তফাৎ হচ্ছে আগের নাস্তিকরা শিক্ষিত ছিল বর্তমান নাস্তিকরা(......) গন্ড মূর্খ। যদি তারা শিক্ষিত হয়ত তবে তারা বুঝত অন্যের ধর্ম,অন্যের ভালসাবার বস্তুকে কিভাবে সম্মান করতে হয়। তাই বর্তমান সকল নাস্তিককে গ্রেফতার করে
আবার ১ম শ্রেণী থেকে পড়ার সুযোগ করে দেওয়া হোক।
আপনার লেখা ইমরানে কথাগুলো যথাযথ জবাব হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
মোমের মানুষ বলেছেন: হে হে হে দুই খান গদাম দিলেন না কে