![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুছিয়ে কথা বলতে পারি না, তাই জনসম্মুখে মৌনতাকেই শেষ আশ্রয় বিচার করি। বিপত্তি, এই বান্দার কলম বড্ড বেশি বেয়াঁড়া আর রসময়..........
দেশমাতা যায় রসাতলে
পোলাপাইনে জাবর কাটে,
কনফেশন পেজ খুইলা তারা
ক্যারাশ খাওয়ার গপ্প বুনে।
আম্মাহুজুর চিক্কর পাড়ে
আঁচলজুড়ে আগুন জ্বলে,
ফেসবুকীয় সন্তানেরা
তৎক্ষণাৎ স্ট্যাটাস মারে,
লাইক মারার হিড়িক পড়ে।
শোকের বাণী, কমেন্ট নিয়া
ফেরেন্ডসকল লাইন ধরে,
প্রোফাইল পিকে ব্যালাক মেরে
শোকের ফুলকি নেট জগতে।
আম্মাজানে বর্তমানে
ব্যালাক হয়ে কয়লা বনে।
১৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
হামজা কানাল মোস্তফা বলেছেন: মনের দুঃখে পোস্ট দিলাম, সেইটা দেখে পাবলিক আমোদ পায়!!! হায়রে আমার কপাল, কপালের নাম গোপাল
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
সপ্নাতুর আহসান বলেছেন: সেইরাম কবিতা।
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
হামজা কানাল মোস্তফা বলেছেন: সেইরাম ধইন্যা
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮
মিষ্টি মেয়ে বলেছেন: হা হা হা মাজার তো! মন ভালো হয়ে গেল।