নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌলবাদীরা নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

আমাদের এই দেশটা একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে এটা দেখে মরতে চাই।

সাইলেন্স

শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।

সাইলেন্স › বিস্তারিত পোস্টঃ

এই মেরুদন্ডহীন বিরোধীদল দিয়ে আমরা কি করবো ???

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

একটা লয়াল বিরোধীদল আর চরম ক্ষমতাশালী সরকার উপহার পেলাম ২০১৪ সালে, প্রশ্নটা হচ্ছে সরকার কে সত্যটা বলবে কে? সরকারের মন্দ কাজের সমালোচনা করার মত কেও থাকলোনা, সুশিল সমাজের কেও কেও সামান্য যা সমালোচনা করেছিলেন কিছুদিন পূর্ব....লীগের গত টার্মে সবাইকে চরম অপমান হতে হয়েছে বাদ পড়েন নি আওয়ামীপন্থি সুশিলগনও। সন্মান রাখতে তারা হয়তো চুপ করেই থাকবেন। "হয় তোমরা আমার পক্ষে না হলে শয়তানের পক্ষে" অবস্থার দিকে ধাবিত হচ্ছি মনে হচ্ছে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

পাঠক১৯৭১ বলেছেন: গতটার্মে, আওয়ামী লীগকে সঠিকভাবে সমালোচনা করেনি বিএনপি; কারণ, বিএনপি চেয়েছিল যে, আওয়ামী লীগের ভুলগুলো ব্যবহার করে তারা ভোটে জয়ী হবে; সবই তো দেখলেন!

সরকারের ভুল বুঝার মতো কেহ বিএনপি বা জাতীয় পার্টিটে নেই; সুতরাং, ভাবনার কিছু নেই। সর্বোপরি, আমাদের সরকারগুলোর কোন সঠিক প্লয়ান নেই; ফলে, কোনটা ভুল, কোনটা সঠিক কেহ বের করতে পারবে না।

রোশন এরশাদ একজন জীবন্ত পদার্থ মাত্র: মগজ নিশ্চয় শুকিয়ে গেছে !

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৬

সাইলেন্স বলেছেন: মহিলার মগজ ছিল কোন কালে মনে হয়?? শেষ বয়সে বিরোধী নেত্রী হবার খায়েস পুরন করতে অনেক কিছুই করছে, ঠিক মত কথা বলতে পারে বলে মনে হয় না।

অন্যান্য বিষয়ে আপনার সাথে একমত তবে একটা কথা বলব খুব দ্রুত কিছু লোক সম্পদের পাহাড় গড়তে যাচ্ছে এদেশে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪০

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ ১০ বচরের ভেতর চোর ডাকাতদের সব সম্পদ কেড়ে নেবে।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

সাইলেন্স বলেছেন: দেখা যাক কি হয়।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৯

আমি নি (?) বলেছেন: মেরুদন্ড সম্পন্ন বিরোধীদলই বা কী করল?
মেরুদন্ড জামাতের কাছে বন্ধক রেখে তারা ভিডিও আন্দোলন করে শেষ পর্যন্ত আপোষের পথ খুজছে?
মাঝখান থেকে এত গুলি প্রাণ গেল সাধারন মানুষের।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

সাইলেন্স বলেছেন: কুমিরের সব বাচ্চা খেয়ে শেয়াল কিন্তু খেয়ে শেয়াল কিন্ত বার বার ১ টা বাচ্চা দেখাচ্ছি.
বুকে হাত দিয়ে বলতে পারেন এতগুলো লোকের প্রাণ হানির পেছনে আওআমী লীগের কোন দায় নেই? সমঝোতা আপনি ( লীগ সর্মর্থকরা) চান না ? ভিডিও আন্দোলনের প্রেক্ষাপট বুঝতে পারবেন কোনদিন বিরোধীদলে গেলে।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৬

চলতি নিয়ম বলেছেন: @ আমি নি (?) , +++

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

সাইলেন্স বলেছেন: আমি নি সরকারী দল আর আপনি বর্তমান বিরোধীদলের চমৎকার উদাহরণ। ধন্যবাদ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: "মেরুদন্ড সম্পন্ন বিরোধীদলই বা কী করল?
মেরুদন্ড জামাতের কাছে বন্ধক রেখে তারা ভিডিও আন্দোলন করে শেষ পর্যন্ত আপোষের পথ খুজছে?
মাঝখান থেকে এত গুলি প্রাণ গেল সাধারন মানুষের।"

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

আমি নি (?) বলেছেন: ভিডিও আন্দোলনের প্রেক্ষাপট বুঝতে পারবেন কোনদিন বিরোধীদলে গেলে।

আমার বিরোধী কিম্বা সরকারী দলে যাবার কোন সম্ভাবনা নেই। আমি সেই সাধারন মানুষ যে আন্দোলনেও নেই, তামাশার নির্বাচনেও ভোট কেন্দ্রে যাইনি।
তবে একজন বাঙ্গালী হিসেবে জামাত কে ঘৃনা করি।
এবং বিশ্বাস করি, যত ক্ষমতাই থাক না কেন, লীগ কেও বিরোধী আসনে বসতে হবে।
মন থকে চাই, রাজনীতি টা বিএনপি আর লীগের মধ্যেই থাক। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডীর দ্বন্দ্ব হোক, অসুবিধা নেই। তবেঁ সরীসৃপ বিদায় হোক।

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

সাইলেন্স বলেছেন: শতভাগ সহমত আপনার সাথে ।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪

রাজীব বলেছেন: আপনার মত আমাদের দেশের ৯০% মুনুষই মন থকে চাই, রাজনীতি টা বিএনপি আর লীগের মধ্যেই থাক।

সেজন্যই এখানে কোন আম আদমী পার্টি হতে পারছে না।
আর জনগন ভোট দিয়ে নেতা নয় রাজ নির্বাচন করছে।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

সাইলেন্স বলেছেন: আম আদমী পার্টি মাত্র ক্ষমতায় এসেছে , এত নাচানাচি করেন কেন মন্তব্য করার মত সময় এখনও হয়নি কিছুদিন পরে বোঝা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.