![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিমুল মুস্তাফার আবৃতি ভালোলাগে, ভালোবাসি ঘুরতে । চাকরি ভালোলাগেনা যদিও সেটাই করি ।
২ ঘন্টা ধরে একটা পোস্ট টাইপ করে ১ গ্লাস পানি খাবো বলে উঠার আগে পোস্ট ড্রাফট করতে গেলাম ড্রাফট তো হলোই না দিল লগ আউট করে, আমার সব কষ্ট পন্ডশ্রম।
নিউটন হলে আবার নতুন করে লিখতে বসে যেতেন, আমি নিউটন না।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
সাইলেন্স বলেছেন: হুম, সাথে সাথে টাইপিংয়ের স্পীড বাড়ানোতে হেল্পাইতাছে।
২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আর সামুতে ড্রাফট করার দরকার নাই। অন্য জায়গায় ড্রাফট করবেন।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
সাইলেন্স বলেছেন: ঠ্যাকলে মানুষ নাকি অনেক কিছু শিখে, আমিও শিখলাম। বুদ্ধিটা দেবার জন্য ধন্যবাদ, নেক্সট টাইম ফলো করবো।
৩| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২
মুদ্দাকির বলেছেন: এই যুগে আর নিউটন হলে লাভ নাই !! তাই চেষ্টার ও দরকার নাই !!
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬
সাইলেন্স বলেছেন: "ছিঃ মা কালি আপনি ঠাট্টাও বুঝেন না" কৌতুকটা পড়েন নি মনে হয়??
৪| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
হেডস্যার বলেছেন:
আহারে !! কি লিখছিলেন ? আবার লিখে দেখান।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১১
সাইলেন্স বলেছেন: বাংলাদেশ ক্রিকেটের সব পরিসংখ্যান নিয়ে একটা পোস্ট লিখছিলাম, উইকিপিডিয়া প্লাস ১৯৯৯ থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যতগুলো বিশ্বকাপ খেলেছে তার কিছু বিশ্লেষন, সমালোচনা কারিদের জন্য কিছু জবাব ছিল।
ছেলেগুলোর খারাপ সময়ে সাপোর্ট দেয়াটা জরুরী মনে করছিলাম।
আজ আর সময় নেই তবে লিখবো।
৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২২
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সামুর ড্রাফটের উপ্রে বহুত আগেই নাখোশ হইয়া ব্লগের সবচাইতে জনপ্রিয় টেকি ব্লগার নাফিস ইফতেখার ভ্রাতা এই পোষ্ট খানা উপহার দিয়েছিলেন।
আপনি সম্ভবত এটা নিয়ে ব্যবহার করেন নি।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫
সাইলেন্স বলেছেন: পোস্ট টা আগে দেখি নি, লিংক দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর পোস্টের জন্য নাফিস ভাইকে।
৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০১
বেলা শেষে বলেছেন: There are many things i can not do, but a lot of things i had learn from "Samu"- Samu had bounded me to learn.!!!
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৭
সাইলেন্স বলেছেন: আসলেই তাই সামু শেখাচ্ছে অনেক কিছু।
৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
বৃষ্টিধারা বলেছেন: আবার লিখেন
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সাইলেন্স বলেছেন: ঠিক আছে, তবে আজকে আর হাতে সময় নেই।
৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২২
শরৎ চৌধুরী বলেছেন: ঘটনাটা দু:খজনক। তবে বাঁচার বুদ্ধি আছে একটা: Click This Link
০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সাইলেন্স বলেছেন: নাফিস ভাইয়ের পোস্ট দেখে নামিয়ে নিয়েছি।
ধন্যবাদ অন্যমনস্ক শরৎ ভাই।
৯| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
দুষ্টু ছোড়া বলেছেন: ড্রাফট এডিট ড্রাফট এ মাঝে মাঝে প্যাঁচ লাইগ্যা যায়।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৭
সাইলেন্স বলেছেন: সেই প্যাচে পোস্ট গায়েব হয় প্রকাশ করার আগেই।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৪
পাঠক১৯৭১ বলেছেন: নিউটনের সুযোগ আপনার থেকে হাজার গুণে কম ছিল; নিউটনকে অনুসরণ করুন।
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৭
সাইলেন্স বলেছেন: করলাম, আবারো লিখতেছি।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামু আপনাকে নিউটন হতে উৎসাহ দিচ্ছে। গুড নিউজ