নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখী এলিয়েন

সুখী এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

রিচ ড্যাড, পুওর ড্যাড বইয়ের প্রথম অধ্যায় থেকে প্রাপ্ত কিছু ইনসাইড।

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩২

১. পৃথিবী বলতে গেছে কিন্তু শিক্ষার কোন পরিবর্তন আসেনি। ববার্টের মতে, ছেলেমেয়েরা পুরোনোপন্থী শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয়ে শিক্ষা পায় যা তারা কোনওদিন কোথাও কাজে লাগাতে পারে না। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরী করে যার আর কোন অস্তিত্ব নাই।

২. শিক্ষিত বাবা তাকে একটা প্রতিষ্ঠানের কাজ করতে উপদেশ দেন। ধনী বাবা উপদেশ দেন প্রতিষ্ঠানটার মালিক হতে।

৩. হয় সাবধানে খেলা কর, অথবা বুদ্ধিমানের মত খেলা কর।

৪. পুওর ডাডঃ "অর্থের প্রতি ভালবাসাই সমস্ত নষ্টের মূল।" রিচ ড্যাডঃ "অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ!"

৫. শুধুমাত্র একটি দৃষ্টিভংগী গ্রহন বা বর্জন করার চেয়ে চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যত মূল্যবান।

৬. পুওর ডাডঃ "আমার এটা করার সামর্থ নেই।" রিচ ড্যাডঃ "আমার কীভাবে এটা করার সামর্থ হবে?!"

৭. অভ্যাসবসত 'আমার করার ক্ষমতা নেই' বলা মানসিক আলস্যের লক্ষণ।

৮. আলসেমি স্বাস্থ্য এবং ধনসম্পত্তি দুটোরই ক্ষতি করে।

৯. পুওর ডাডঃ "পরিশ্রম করে পড়াশুনা কর যাতে একটা ভাল কোম্পানির জন্য তুমি কাজ করতে পার।" রিচ ড্যাডঃ "খেটে পড়াশুনা কর যাতে একটা ভাল কোম্পানি তুমি কিনতে পার!"

১০. পুওর ডাডঃ "তোমরা, মানে আমার সন্তানেরা আছ বলেই আমি বড়লোক হতে পারলাম না।" রিচ ড্যাডঃ "তোমরা, সন্তানেরা আছো বলেই আমাকে ধনী হতেই হবে।"

১১. একজন রাত্রে খার টেবিলে অর্থ এবং ব্যাসবা নিয়ে কথা বলতে উৎসাহ দিতেন। অন্যজন খাবার সময় টাকাপসার বিষয়ে কথা বলতে নিষেধ করতেন।

১২. পুওর ডাডঃ "টাকা পয়সার ব্যাপারে সবসময় সাবধানে চলবে। কোন রকম ঝুঁকি নিও না।" রিচ ড্যাডঃ "ঝুঁকি সামলাতে শেখ।"

১৩. একজন বিশ্বাস করতেন, 'আমাদের বাড়িটা আমাদের সবথেকে বড় বিনিয়োগ এবং আমাদের সব থেকে বড় সম্পত্তি।' অন্যজন বিশ্বাস করতেন, 'আমার বাড়ি একটা দায় এবং যদি তোমার বাড়ি সব থেকে বড় বিনিয়োগ হয়, তাহলে তোমার বিপদ অবশ্যম্ভাবী।'

১৪. দুজন বাবাই সময় মত বিল মিটিয়ে দিতেন, তবু একজন বিল মেটাতেন প্রথমে, আর একজন মেটাতেন শেষে।

১৫. এক বাবা অর্থের জন্য পুরোপুরি চাকরির উপর নির্ভর করতেন আর অন্য বাবা আর্থিক ব্যাপারে সক্ষম হবার উপর জোর দিয়েছিলেন।

১৬. একজন বাবা কয়েক ডলার জমাবার জন্যে কঠোর ভাবে চেষ্টা করেছিলেন। অন্য জন কেবল বিনিয়োগ করেছিলেন।

১৭. গরিব বাবা বলেন "আমি কখনো ধনী হব না।" ধনবান বাবা বলতেন "আমি একজন ধনী ব্যাক্তি, এবং ধনী ব্যাক্তিরা এরকম করে না।"

১৮. পুওর ডাডঃ "আমার পয়সায় আগ্রহ নাই।" রিচ ড্যাডঃ "পয়সাই ক্ষমতা।"

১৯. রিচ ড্যাড "আমি পয়সার জন্য কাজ করি না, বরং পয়সা আমার জন্য কাজ করে।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.