![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালপেড়ে ঐ সাদা শাড়ি মেঘ করেছে চুরি
শুভ্র দেহ লাল হয়ে যায় লজ্জাতে যায় মরি
তাইনা দেখে ত্রস্ত পায়ে চন্দ্রমুখী মেয়ে
কদমবনে মুখ লুকিয়ে আকাশ পানে চেয়ে -----
মেঘের পানে হাত বাড়িয়ে আচঁল ছুঁতে চায়
দুষ্টু মেঘের ভেলা ভেসে পূব আকাশে ধায়
বাতাস এসে মুচকি হেসে নাড়িয়ে দিয়ে বন
মিষ্টি মেয়ের লাজ ভাঙাবে এই করেছে পন ।
তাইনা দেখে ঝর্না হেসে লুটিয়ে মেয়ের পায়
শুভ্র পায়ের শুভ্র ছোঁয়ায় দখিন পানে ধায়
খবর পেয়ে সব নদী আর সব সাগরের জল
মেঘকে বলে দাও ঢেকে দাও পদ্মপরীর মল
বাদল এসে ধুইয়ে দিয়ে মিষ্টি মেয়ের গাও
জড়িয়ে শাড়ি বল্ল এবার আমায় বিদায় দাও
মিষ্টি হেসে মিষ্টি মেয়ে ছড়িয়ে কালো চুল
কদমবনে যায় ঘুমিয়ে খোঁপায় বেঁধে ফুল ।
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৪
হনলুলু বলেছেন: ধন্যবাদ মুকুলদা .......
২| ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৩
কালপুরুষ বলেছেন: কবিতাটা খুব ভাল লাগলো। চমৎকার ছন্দবিন্যাস।
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৮
হনলুলু বলেছেন: ধন্যবাদ............
৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫৪
(অ)গাণিতিক বলেছেন: নিয়মিত চাই !
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:২৯
হনলুলু বলেছেন: পড়ার জন্য থেঙ্কু ......
৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৭
নিশীথ রাতের বাদলধারা বলেছেন: মারাত্মক!
+++++
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০
হনলুলু বলেছেন: আপ্নেরে মারাত্মক ধইন্যবাদ.........
৫| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২২
প্রচেত্য বলেছেন: দারুন হয়েছে
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩০
হনলুলু বলেছেন:
৬| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৯
শাহানা বলেছেন: এটাকি আপনার জন্মদিনে লেখা?
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩২
হনলুলু বলেছেন: নারে ভাই, এইটা আমার সতের বছর বয়েসে লেখা।
পড়ার জন্য বহুত ধইন্যবাদ ...........
৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৩
রাতুল" বলেছেন: খুব সুন্দর হইসে !
২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩২
হনলুলু বলেছেন: থেঙ্কু রাতুল .........
৮| ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৮
শফিউল আলম ইমন বলেছেন: ওয়াও চমৎকার কবিতা লিখেছেন।
নিয়মিত লিখুন।
অনেক ভালো লাগল।
ভালো থাকুন।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৬
হনলুলু বলেছেন: ইমন ভাইরে বিরাট ধইন্যাপাতা.........
৯| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৭
পজিটিভ বলেছেন: খুব সুন্দর হইসে !
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৪
হনলুলু বলেছেন: থেঙ্কু পজিটিভ...........
১০| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৪
এতিম বলেছেন: এত ভাল লাগল যে প্রিয়তে রেখে দিলাম।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩১
হনলুলু বলেছেন: বহুত খুশি হৈলাম।
থেঙ্কু এতিম ভাই.......
১১| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৫
এস্কিমো বলেছেন: ঘটনা কি, কবিতা কেন? গদ্য কই?
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৪
হনলুলু বলেছেন: গদ্য আসতেছে গুরু..............
পড়ার জন্য ধন্যবাদ
১২| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৫
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
শুধু বলি এক্সসিলেন্ট !
জানো ত আমি সাধারনত কবিতাতে মাইনাস দাগাই,
এইটাতে ট্রিপল পেলাস
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৬
হনলুলু বলেছেন: খাইছে,
নিজেরে বিরাট সৌভাগ্গবান মনে হৈতাছে।
তোমারে বহুত ধইন্যবাদ.........
১৩| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ভালাই লেকতে পারো, হুদাহুদি লোলের ল্যান্জে হুড়কা লাগাইচো কেনে
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৪
হনলুলু বলেছেন: তোমার কমেন্টে জাঝা .........
১৪| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫১
প্রলয় হাসান বলেছেন: ভাই কবিতাটা যতবার পড়ছি, ততবার অবাক হচ্ছি। কারো কাছ থেকে মেরে দেননি তো আবার?
আমিও প্রিয়তে রাখলাম।
এটাকে পাঠ্যপুস্তকের অর্ন্তভুক্ত করা উচিৎ।+++
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৭
হনলুলু বলেছেন: আমি পুরা টাশকি ............ খায়া গেলাম
১৫| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৩
প্রলয় হাসান বলেছেন: ব্লগে পড়া এটা আমার সেরা কবিতার একটা । মুখস্ত করার ট্রাই করছি হনলুলু ভাই!
১৬| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৫
প্রলয় হাসান বলেছেন: একটা মেয়ের বনে বাদাড়ে গোসল করার ঘটনা, পৃথিবীর আর কোন কবি এত সুন্দর করে করেছে কিনা আমার জানা নেই। আমি বাকরুদ্ধ!
আপনি একটা জিনিয়াস হনলুলু ভাই।
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫২
হনলুলু বলেছেন: থেঙ্কু ...........
আপ্নের এতো সুন্দর কমেন্টের জবাবে কি লেখমু বুঝতে পারতেছিনা।
প্রলয় হাসান আর কতবতকতবত আপ্নের দুই নিকের জন্যই রইল বিরাট বড় ধইন্যাপাতা ।
১৭| ২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৩
চিকনমিয়া বলেছেন: পেলাচ
২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৭
হনলুলু বলেছেন: হায়রেএএএএএ.......................
চিকনার পেলাচ পাইছি..............
চিকনারে মোটাসুটা দেইখা একটা থেঙ্কু
১৮| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩৭
নিহন বলেছেন: জাক্কাচতো ।
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:১৯
হনলুলু বলেছেন:
১৯| ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩২
রাশেদ বলেছেন: কে এই লোক!
এতো ভালো লেখা দিতেছে। অসাধারন হইছে। ভাল্লাগছে খুব।
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২০
হনলুলু বলেছেন: থেংকু রাশুভাই .........
২০| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২১
নীল েঢউ বলেছেন: বস আপনে তো মহাকবি হয়ে যাবেন.......খুব সুন্দর লেখা..।৫
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৩
হনলুলু বলেছেন: থেংকু থেংকু ..............
তুমারে থাইল্যান্ডের ধইন্যাপাতা ..........
২১| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৬
নীল েঢউ বলেছেন: হে হে এত্তো জিনিস থাকতে থাই ধইন্যাপাতা
একটু ব্যস্ত আছি.।এই দ্যাশ থেইক্যা যাওনের আগে থাই সাহিত্য রচনা কইরা যামু ভাবতাছি.....।আজব ১টা দ্যাশ
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:২৮
হনলুলু বলেছেন: থাই বুঝিনা......... এট্টু বাংলাতে দিও বস .........
২২| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
তোমার পরিচয় জানতে চাই,
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৬
হনলুলু বলেছেন: রাইতে মেইল চেক কইরো .....
তুমারে মেইল করমুনে ..............
ভালা আছ নি ???/
২৩| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৫
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: !!!!!!!!!!!!!! অ সা ধা র ণ !!!!!!!!!!!!!!!
+++++++++++++++++++++
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪০
হনলুলু বলেছেন: কয়ডা প্লাস পাইলাম গুনতেছি ..........
আপ্নেরে ব..... হু......... ত ধইন্যবাদ
২৪| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ওকে, আমারতো মনে হয় তুমি কাল্লু
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৯
হনলুলু বলেছেন: এইডা তুমি কি কইলা ????
বেক্কল অয়া গেলাম
২৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৯
নীল েঢউ বলেছেন: আহমেদ শারফুদ্দীন বলেছেন:
ওকে, আমারতো মনে হয় তুমি কাল্লু
তার মানে লোল????????? চিন্তার বিষয়
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৩
হনলুলু বলেছেন: হ, ব্যাপক চিন্তার বিষয় ...... :B
২৬| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৯
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
মেইলের ওয়েট কর্তেচি
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০১
হনলুলু বলেছেন: শারফুদা তোমারে মেইল কর্ছি ....
২৭| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৪
চিকনমিয়া বলেছেন: ভাইডি ভালা আচো নিকি?
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
হনলুলু বলেছেন: হ রে ভাইডি................ বহুত ভালা আছি
তুমি কেমুন আছ চিকনভাই???
২৮| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৪
নীল েঢউ বলেছেন: বস আমিও ১টা পিং দিছি..ব্যাপার টার সত্যতা ঝানতে ছাই
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৪
হনলুলু বলেছেন: আমার নামে ষঢ়যন্থ্রের তীবড় পেরথিবাদ
২৯| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৭
মুহিব বলেছেন: মিষ্টি হেসে মিষ্টি মেয়ে ছড়িয়ে কালো চুল
কদমবনে যায় ঘুমিয়ে খোঁপায় বেঁধে ফুল ।
ভাল লাগল
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:১৮
হনলুলু বলেছেন: অনেক ধন্যবাদ মুহিব ভাই
৩০| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৯
সঞ্জিব বলেছেন: কবিতাটা পইরা তো আমারই মন ভালো হইয়া গেলোগা।আপনারে আমার
তরফ থাইক্যা ১ টা নীলপদ্দ।
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৫
হনলুলু বলেছেন: আপ্নের মন ভালো হইছে শুইনা আমার বহুত ভাল্লাগতাছে ....
নীলপদ্মটা আমার ব্যাপক পছন্দ হইছে .....
৩১| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
আমার কেন জানি মনে হৈতেছে লোলের সাথে তোমার একটা হটলিংক আচে
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৪
হনলুলু বলেছেন: হায় হায় কি কও??
৩২| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৭
হ্যারি সেলডন বলেছেন: শারফু, ইহা কি কও? তুমি চাইলে আমি সাইকহিস্টরির মাধ্যমে একটা টেরাই দিতে পারি সইত্য কিনা!!!
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৭
হনলুলু বলেছেন: ইশ, পাগল গ নিয়া গবেষুনা কর্তে কর্তে শ্যাষম্যাষ হ্যারি ভাইয়ের মাথাতেও কিসব হৈয়া গেল ........... খালি ট্রাফিক কন্টোল কর্বার চায় ....
৩৩| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
দেও তো দোস্ত
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৮
হনলুলু বলেছেন:
৩৪| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮
আরিফুর রহমান বলেছেন: এহেম!!
(গলা খাঁকরি...)
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:০৯
হনলুলু বলেছেন: আিরফুর রহমান ভাইয়ের গলাত আবার কি হৈল !!!!!
৩৫| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৩
তামিম ইরফান বলেছেন: বাহ! হনলুলু তো দেহি জট্টিলললললল কোবতে লেখে
+++++্
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১০
হনলুলু বলেছেন: গোলাবিরে থেঙ্কু ............
লগে এক্টা আইট্টা কলা
৩৬| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪
একরামুল হক শামীম বলেছেন:
হনলুলু তুমিতো দারুন এক্টা কবিতা লেখলা। দারুন......
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১২
হনলুলু বলেছেন: থেঙ্কু .......... থেঙ্কু.....
তোমারে দারুন দেইখ্যা একআটি ধইন্যাপাতা .....
৩৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৫
রাশেদ বলেছেন: আরেকবার পর্লাম।
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৩
হনলুলু বলেছেন: রাশুদা' রে আর একবার ধইন্যবাদ .........
৩৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভীষণ ভালো লেগেছে । নিয়মিত চাই ।
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৪
হনলুলু বলেছেন: থেঙ্কু শিপন ভাই ...........
৩৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪৩
অন্যকোথাও বলেছেন: পুরাই অরিজিনাল কবিতা। ছুন্ডর। +
২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০০
হনলুলু বলেছেন: থেঙ্কু .
৪০| ২৭ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫১
এই আমি মীরা বলেছেন: সতেরো বছর বয়েসে লেখা?? আমি কেন পারিনা...!
২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০০
হনলুলু বলেছেন:
৪১| ২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
মুকুল বলেছেন: তোমার এই কবিতাটাও কিন্তু আমার প্রিয় পোস্টের লিংকে আছে।
সত্যি এত সুন্দর ছন্দ কবিতা অনেক দিন পড়িনা। নিয়মিত লিখে যাও...
২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০২
হনলুলু বলেছেন: ব্যাপক উ্ৎসাহ পাইলাম মুকুলদা.........
আপ্নেরে বহুত ধন্যবাদ ....
৪২| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৭
রাশেদ বলেছেন: তোমার পরথম পোস্ট পরথম পাতায় দাও নাই কেন! পোড়ছি ঐডা। ভালো হইছে বেশ।
২৬ শে মে, ২০০৮ রাত ১:৩৩
হনলুলু বলেছেন: ধুর, ......... ঐটাতো ফাজলেমি কৈরা লেখছিলাম .....
৪৩| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩১
সব্যসাচী বলেছেন:
হনলুলু ভাই, আপনার কবিতাটা খুবই ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩২
হনলুলু বলেছেন: বহুত ধন্যবাদ .......
৪৪| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৪
সব্যসাচী বলেছেন: হনলুলু ভাইয়ের সসা বিজনেসের খবর কি?
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৮
হনলুলু বলেছেন: সসা বিজনেস শুরু করুম ভাবতেছি............
তাইম্যা সসা বেচব............. আর আমি বাড়ি বাড়ি গিয়া সাপ্লাই দিমু.....................
৪৫| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৬
তামিম ইরফান বলেছেন: আবার পড়লাম খুব ভালা লিখছো ভাই
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৭
হনলুলু বলেছেন: গোলাবিরে আইট্টা কলা ......
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩৯
হনলুলু বলেছেন: থেঙ্কু...........
৪৬| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪০
তামিম ইরফান বলেছেন: খেক!খেক! সসা ভাইরে জলদি বস্তায় ভইরা লাও ভাইডি নাইলে পলায় যাইবার পারে
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৪
হনলুলু বলেছেন: ভর্তাছি ............
আইজকা সসা খামুই খামু.............
৪৭| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৩
সব্যসাচী বলেছেন:
গোলাবী ভাই, এইরকতম নির্মম কথা বলেন কেন?
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৫
হনলুলু বলেছেন: খাড়ান , গোলাবিরে সাইজ কর্তাছি .........
৪৮| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৫
রাশেদ বলেছেন: জাম্বুরা বাদ দিয়া শসা খায়! দেশ কই গেছে! এলটন জনের ভায়রা ভাই সবগুলা!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৭
হনলুলু বলেছেন: ড়াষু ভাই (গুরু) গোলাবিরে কিছু কনতো।
আইট্টা কলা বাদ দিয়া অহন সসা খাইবার চায়..........
৪৯| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৯
সব্যসাচী বলেছেন:
ঠিকই বলেছেন রাশুদা। আমাদের জাম্বুরা খাওয়া উচিত। গোলাবী ভাই আর হনলুলু ভাই, আপনারা জাম্বুরার ব্যবসা শুরু করেন।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫০
হনলুলু বলেছেন: হ, জাম্বুরা আর ডাবের ব্যবসা শুরু করুম ভাবতেছি ...........
৫০| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১০
রাশেদ বলেছেন: নিয়ত ঠিক কর বেটা! কুন্টা বেচবা! সশা নাকি জাম্বুরা! জাম্বুরা বেচা মানে কিন্তুক ইয়ে মানে দালাল টাইপ কিচু!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৩
হনলুলু বলেছেন: গুরু খুইল্লা কন ..........
আমি অবষ্য শশার চাইতে জাম্বুরা বেশি ভালা পাই .........
৫১| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬
রাশেদ বলেছেন: জাম্বুরা সিম্বোলিক অর্থে ইউজ করছি! এন্টিনার পাওয়ার এত্তো কম কেন!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৮
হনলুলু বলেছেন: এন্টিনার কতা কিছু কমুনা........... সরাসরি কৈলে ব্যান খাইতে পারি ..........
৫২| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৬
রাশেদ বলেছেন: আমিও জাম্বুরা ভালা পাই। খাইতে স্বাদ আছে!
৫৩| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৭
তামিম ইরফান বলেছেন: শসা শুধু খাইবার কামে লাগে না আরো কামে লাগে
জাম্বুরা আর কত খাইবা হনলুলু।এইবার নিচে নামো
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
হনলুলু বলেছেন: এইবার গোলাবি লাইনে আইছে............
আরে আমি তো জাম্বুরার মইধ্যে শসা দিয়া খাইবার চাই......
৫৪| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:১৯
রাশেদ বলেছেন: আবারো ভুল বুজ্জে! এন্টিনা নরমাল অর্থে কইছি!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২১
হনলুলু বলেছেন: এন্টিনার অ্যাবনর্মাল অর্থডা আলম ভাইরে জিগাস করতে হৈব ..........
৫৫| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
রাশেদ বলেছেন: গুলাবি শসা ভালা পায় কেন!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৮
হনলুলু বলেছেন: গুলাবি নিয়মিত শসা খায় মনে হয় ...........
৫৬| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২০
রাশেদ বলেছেন: এইবার ঠিক কইছে চশ্মা পড়া... মিয়া!
৫৭| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২১
তামিম ইরফান বলেছেন: খেক!খেক! ডাব খাওনের পর থাইকা হনলুলুর মাথায় শর্ট সার্কিট হইয়া গেচে
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৪
হনলুলু বলেছেন:
৫৮| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২২
রাশেদ বলেছেন: ও! আমি ভাব্লাম নাইড়কেল খাইছে বুঝি! তাই এই অবস্থা!
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৪
হনলুলু বলেছেন: ডাব খাইতে মন চায় ...........
৫৯| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৪
তামিম ইরফান বলেছেন: খাইবার পারেহনলুলুর আবার ঝুনা নাইড়কেল খাওনের শখ আছে
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৬
হনলুলু বলেছেন: গোলাবি, তুমিতো সারাদিন ডাব গাছেই থাকো.............
আর বাইছা বাইছা ঝুনা শুকনা নারিকেল খাও ................
আমি খাই কচি ডাব ..........
৬০| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৭
রাশেদ বলেছেন: অনেক চিপা কথা বাইর হইতাছে!
৬১| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৭
রাশেদ বলেছেন: আমিও ডাব খামু।
২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৯
হনলুলু বলেছেন: শখ কতো...........
৬২| ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩৩
রাশেদ বলেছেন: শখের তো কমতি নাই! খালি ম্যাটেরিয়ালসের অভাব!
২৮ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৯
হনলুলু বলেছেন:
৬৩| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৮
সারওয়ার জামান চন্দন বলেছেন:
+++ জটিল হইসে।
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০
হনলুলু বলেছেন: বহুত ধন্যবাদ ...........
৬৪| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩৭
চিকনমিয়া বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
এই কমেন্টস ডা আচিলো না
খেক খেক খেক
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৭
হনলুলু বলেছেন: আবার শুরু হৈছে.............
৬৫| ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৮
সাদা মন বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৪৮
হনলুলু বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন : থেঙ্কু......
৬৬| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০২
সাদা মন বলেছেন: মিচা কতা...অমিরু ভাইসাব এইডা কয় নি...
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৭
হনলুলু বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন : বলেছেন......
৬৭| ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩
প্রিয়তমা বলেছেন: খুব্বি সুইট একটা কবিতা হইসে!
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২১
হনলুলু বলেছেন: আপ্নেরে ব......হু.........ত ধইন্যবাদ .......
৬৮| ২৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৯
নিবিড় অভ্র বলেছেন: ইহা আমি কি দেখিলাম!!!!!!
অতীব সৌন্দর্য..........
আমি অবাক!!!! ভবিষ্যত... ব্লগের রবি বা নজরুল কে হয়তো দেখা যায় এই কবিতার মধ্যদিয়ে!!!!!!
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৮
হনলুলু বলেছেন: থেঙ্কু থেঙ্কু............
আপ্নেরে বহুত ধইন্যাপাতা............
৬৯| ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৯
রাশেদ বলেছেন: আবার পড়িলাম।
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৫
হনলুলু বলেছেন: প্রীত হৈলাম.........
আবার থেঙ্কু...........
৭০| ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৪৮
নাজিরুল হক বলেছেন: মিস করতে ছিলাম আরেকটুর লাইগা।
চমৎকার লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৫০
হনলুলু বলেছেন: অনেক ধন্যবাদ নাজিরুল ভাই ..........
৭১| ৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: হায় হায় !!!
এইটা কেমনে মিস করলাম !!!
হনলূল তো দেখি দারুন কবিতা লেখে !!!
অসাধারন হইসে । সত্যিই অনেক ভাল্লাগসে ।
.................. সোজা শোকেসে
৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪২
হনলুলু বলেছেন: থেঙকু.............
৭২| ৩০ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫০
তামিম ইরফান বলেছেন: হনলুল কিযে কোবতে দিলা ভাইজান খালী পড়বার মন চায়
৭৩| ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৯
চিকনমিয়া বলেছেন: মুইচা দেও
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪০
হনলুলু বলেছেন: হোকে ..........
৭৪| ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৩
রোডায়া বলেছেন: দারুন লাগলো!
০১ লা মে, ২০০৮ রাত ১২:৫৭
হনলুলু বলেছেন: থেঙ্কু.........
৭৫| ০১ লা মে, ২০০৮ রাত ১:০০
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পইড়া গেলাম
০১ লা মে, ২০০৮ রাত ১:০২
হনলুলু বলেছেন: আরেকটা থেঙ্কু.........
৭৬| ০৩ রা মে, ২০০৮ রাত ১:৪২
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
আবারো পড়ছি
আবারো নিজেরে হারইছি
০৭ ই মে, ২০০৮ রাত ২:৪২
হনলুলু বলেছেন: তোমারে ধইন্যাপাতা .......
৭৭| ০৮ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৫৪
আসিফ আহমেদ বলেছেন: আসলেই দারুন হয়েছে কবিতা.... চমৎকার।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৩
হনলুলু বলেছেন: ধন্যবাদ আসিফ ভাই .........
৭৮| ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬
রাজামশাই বলেছেন: হুনলুলু রে মাইনাচ
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯
হনলুলু বলেছেন: খুশি হইছি ......
৭৯| ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
রাশেদ বলেছেন: ঠেলা!
১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১
হনলুলু বলেছেন: হোকে
৮০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: পোলা গেছে কৈ !!!!
৮১| ০২ রা জুলাই, ২০১০ সকাল ৭:৫৪
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ঠেলা ...
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৩
মুকুল বলেছেন: চমৎকার ছন্দ কবিতা লিখেছো তো!!! দারুণ!!!! নিয়মিত লিখে যাও...
*****