নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনান্তে লিখে যাই পরিবর্তনের অভিপ্রায়ে............

অসংজ্ঞায়িত পল্লব

অসংজ্ঞায়িত পল্লব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

দিনের প্রথম প্রহরে কিংবা অস্তগামী সূর্যে
রৌদ্রজ্জল মাঠ কিংবা ঢেউ খেলানো ধানের ক্ষেতে
তুমি আছো সবখানে।

কিষাণের হাসিতে কিংবা বাউলের মরমী সুরে
হলুদ সর্ষের ক্ষেতে কিংবা শ্যাওলা ধরা পুকুরে
সবখানে আছো তুমি।

তুমি আছো কিশোরের উচ্ছল শৈশবে
তুমি আছো বৃদ্ধের মায়া ভরা চাদরে
কোথায় নেই তুমি?

তুমি আছো বাংলার ঘরে ঘরে
গ্রাম থেকে গ্রামান্তরে
জনপদ থেকে জনপদে
সবখানে সবস্থানে।

তোমাকে খুঁজে পাই মায়ের শাড়ীর আঁচলে
তোমাকে খুঁজে পাই বাবার ওমভরা চাদরে
দাদীর ঝুড়িভরা গল্পে আর দাদার আদরের ডাকে।

তুমি আছো ভাই বোনের আদরের খুনসুটিতে
কিংবা বন্ধুদের আড্ডার মাঝে,
চায়ের কাপে ঝড় তোলা আলোচনায়
আর ভোরের খালি পায়ের প্রভাতফেরীতে।

তুমি আছো মসজিদে মন্দিরে কিংবা গির্জায়
তুমি মিশে আছো রোজকার প্রার্থনায়,
যেখানেই যত দুরে চোখ যায় শুধু তুমি
আমার দুচোখ দিয়ে শুধু তোমাকেই দেখি।

তুমি আমার হৃদয়ে
হে স্বাধীনতা তুমি মিশে আছো
১৬ই ডিসেম্বর কিংবা একুশে ফেব্রুয়ারিতে,
তুমি সবখানে হে স্বাধীনতা
সবখানেই পাই তোমাকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার স্বাধীনতার কবিতা । ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.