নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনান্তে লিখে যাই পরিবর্তনের অভিপ্রায়ে............

অসংজ্ঞায়িত পল্লব

অসংজ্ঞায়িত পল্লব › বিস্তারিত পোস্টঃ

একজন অভিজিতের লাশ ও আমি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

আজ পড়ে থাকা এই মৃতদেহ টি অভিজিত এর,
কাল হয়তো আমার হবে ,
রক্তাক্ত আমি হয়ত নিথর হয়ে পড়ে থাকব রাস্তায়।

রক্তে ভেজা জামার আস্তিন প্রকাশ করবে জানোয়ারগুলোর নৃশংসতা,
শুণ্য দৃষ্টিতে থাকবে আক্ষেপ কিংবা করুণা,
হয়ত এই দেশের জন্য,
কিংবা এই জানোয়ারগুলোর জন্য।

মৃত আমি হয়ত ভাবব কি দোষ ছিল আমার,
কিংবা কি অপরাধে মৃত হতে হল আমাকে,
বা কেন জন্ম হল এই দেশে।

ভাবনায় হয়ত থাকবে কোনো প্রিয়জনের মুখ,
কিংবা কোনো খুনসুটি,
আর থাকবে এক বুক হতাশা।
কিন্তু কিছুই করার থাকবে না আমার,
কারণ শেষ পর্যন্ত আমি একটি লাশ,
রক্তে ভেজা অস্তিত্বহীন একটি লাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.