![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়েস, "ভারত" যোগ্য দল হিসেবেই জিতবে!!!
এই প্রযুক্তির যুগে এবং বিশ্বের এতগুলো
মানুষের চোখের সামনে যে দলটি এত সুন্দর
ভাবে চুরি করতে পারে সেই দলটি জিতবে
নাতো জিতবে ঐ বাংলাদেশী অবলা
প্লেয়ারগুলো??? "ভারতের" এই অসাধারণ
পার্ফরমেন্সের (চুরির) পর
"বিশ্বকাপ" না দেওয়ায় এবং মাননীয়
আম্পায়ারদের "ম্যান অফ দ্যা ম্যাচ"
না করায় বরং আমি তীব্র নিন্দা
জ্ঞাপন করছি!!!
সত্যি আমরা জিতেছি,
কিন্তু হেরে
গেছে ক্রিকেট।
ধর্ষণের নগরীর একপাল ধর্ষকের
হাতে ধর্ষিত হয়েছে সভ্য ক্রিকেট।
আমরা গরিব হতে পারি, চোর না!
ওকে, বিজয় সবসময় বিজয় না! সব হারও হার
না! বাংলাদেশ ম্যাচ হেরে গেছে, কিন্তু
হৃদয় জিতে নিয়েছে!
ইন্ডিয়া ম্যাচটা খাতা কলমে জিতেছে,
কিন্তু আমরা সাক্ষী, ইতিহাস সাক্ষী ম্যাচ
ইন্ডিয়া জেতেনি, কয়েকটা অর্থলোভী
আম্পায়ারের সহয়তায় ম্যাচ চুরি করেছে!
আর আইসিসি যদি বলে ওরা ভারতকে সুবিধা
দেয়
নিই....তাহলে সানিলিওন ও বলবে সে
ভার্জিন
যেহেতু ভারতের কারণে কোয়ার্টার
ফাইনালের ভেনু চেঞ্জ করা হয়, ভারতের
ইচ্ছেমতো মাঠ তৈরি করা হয়, ভারতের
ইচ্ছেমতো আম্পায়ার নির্ধারণ করা হয়,
সবশেষে কখন কোন উইকেট পড়বে না
পড়বে সেটাও ভারতের ইচ্ছেমতো! তাহলে
বিশ্বকাপ আয়োজনের কি দরকার ছিলো?
প্রিয় মাশরাফি ভাই তোমাদের স্থান
১৬কোটি মানুষের হৃদয় জুড়ে, ক্রিকেটের
সুন্দর মুহূর্ত গুলো এক নিমিষেই ম্লান করে
দিলো ভারাটে জারযরা! বর্তমান
ক্রিকেটকে যে জারযরা নিয়ন্ত্রণ করছে
তাতে বেশী দেরি নেই ক্রিকেটকে ধ্বংস
করতে। এই অবৈধ ন্যাড়ি কুত্তাদের হাত
থেকে যে পর্যন্ত ক্রিকেটকে মুক্ত করা
যাবেনা সে পর্যন্ত ক্রিকেট ধ্বংসের পথে
থাকবে!!! Best of luck Bangladesh cricket team
Harunur-Rashid(promuk)
©somewhere in net ltd.