নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যক্তিত্বই আমার ভালোবাসা, আমার অস্তিত্বই আমার অহংকার..।

হাসান১২১২১২

আমার মতো আমি...

হাসান১২১২১২ › বিস্তারিত পোস্টঃ

“এইবার কিন্তু সিরিয়াস লি-ই সিরিয়াস হতে চাই...”

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১


সেই ছোটবেলা থেকেই বুঝতে পারতাম আমি প্রচন্ড রকম উদাসীন একজন মানুষ। এই উদাসীনতায় জীবনে অনেক কিছুই হারিয়েছি। টাকা-পয়সা, যশ-খ্যাতি, মান-সম্মান, প্রেম-ভালোবাসা, সমাজ-সংসার সবকিছু। খুবভালো ভাবেই বুঝতে পারি এভাবে একটা জীবন চলতে পারেনা।

বিশ্বাসকরে জীবনে অনেক ঠকেছি, ভালোবেসে আহরণ করেছি, আর উদাসীনতায় হারিয়েছি।

বড় বড় স্বপ্ন দেখতে শিখেছি ছোটবেলা থেকেই। বিশ্বাস করতে শিখেছি- বড় স্বপ্ন মানুষকে বড় সাফল্যর অনেক নিকটে নিয়ে যায়। আর আমিও হয়তো বড় স্বপ্নদেখে সফল হয়ে ছিলাম। কিন্তু এখন বুঝতে পারতেছি একটু সিরিয়াস নাহয়ে আমি কি ভুল করেছি।

সবসময় ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে। ভাবতে ভাবতেই উদাস হয়ে যাই। উদাস হয়ে আবার সব হারাই।

আজ বলছি- আমাকে এখনি সিরিয়াস হতে হবে। তা-না হলে আর কোনো দিন-ই সিরিয়াস হওয়া যাবেনা। চেষ্টা করলে মানুষ সব করতে পারে। নিশ্চই আমিও পারবো। ইনশাআল্লাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.