![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখে দেখেছিলাম স্বর্গ নরক কেমন গ্যাপ,
প্রেমের এমন গহীনবনে তুমিই আমার গুগল ম্যাপ।
তুমিই আমার স্নিগ্ধ সকাল, শিশির ভেজা দুর্বাঘাস
তুমিই আমার স্বপ্নতরী-- মায়াবী সেই ফাগুন মাস।
প্রেমের আভায় তপ্ত লাভায়, তুমিই আমার চন্দনা;
তাইতো আমি সব কিছুতে, করছি তোমার বন্দনা।
তোমার কথার মুগ্ধতাতে, পাগল-পারা সবাই আজ,
বুকটা আমার দুরুদুরু, মুখেই কেবল প্রেমের লাজ।
তোমার মুখের ফুলঝুরিতে আমিও যে পাগলপ্রায়,
তাই বুঝি আজ প্রেমের দহে, মরছি ধুকে কল্পনায়।
তোমার হাসির উচ্ছলতায় মরছিই আমি বুকপুড়ে,
তাইতো মনের আকাশজুড়ে কেবল শুধু সুখওড়ে।
ভালোবাসার আদালতেই আমরা দু'জন হই দোষী,
তোমার গলে নীলমনিহার, আমার গলে প্রেম রশি।
কসম তোমার অবুঝ মনের, কসম তোমার দুলের
এবার আমি ভ্রমর হবো, তোমার খোঁপার ফুলের..!
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪
হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।। @ডাঃ প্রকাশ চন্দ্র রায়
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর। কবিকে অনেক ধন্যবাদ।