![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনু, বোন আমার-
আমি নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছিনা;
আমিতো ক্ষমাপ্রার্থনা করছি শর্তসাপেক্ষে।
ইতিহাসের ছাত্রী তুমি,
নিজেই আজ ইতিহাস হলে!
কথাদিলাম, কথাদিলাম তোমায়;
ফাসির দড়ি ঝোলাবো সেই
নর-পশুদের গলে।
যতোটা কষ্টে পরোপারে শুয়ে আছো তুমি,
ভাই হয়ে তোমার সম্ভ্রম রক্ষা করতে না পারায়
ঠিক ততোধিক যন্ত্রণাবোধ করছি নিজেও।
ঋণীহয়ে আছি তোমার তরে,
শপথ নিচ্ছি আজ তা শোধের।
দেখাতো হবেই পরপারে এসে
দেখবে তখন কি আগুন জ্বলে
কি আগুন জ্বলছে এই ক্রোধের!
ক্ষমাকরো বোন আমার, ক্ষমা করো...
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪
হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩
হাসান১২১২১২ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৩
সোজোন বাদিয়া বলেছেন: আপনার সাথে সহমর্মী।