![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই পুরনো ক্রাশ। ঠিক যেন এঞ্জেলের মতোই নিষ্পাপ মায়াবী চেহারা। তার উপর আবার যাদুময় চোখের কোনে হালকা কাজলের প্রলেপ। ঠোটের উপর লেপ্টে থাকা ম্যাট লিপিস্টিকটাও যেন গোপালের পাপড়ির ন্যায় হুবহু। কোমল কামনীয় তার দেহপল্লবী। দিঘলকালো চুলে মেঘের ছায়াপথ। দেহের বাঁকে বাঁকে যেন স্রোতস্বীনির নিরবধি ছুটে চলা। কোমল পায়ের প্রতিটি পদক্ষেপেই যেন অপার সম্ভাষণ। আবেশী কথার মুক্তমালায় মুগ্ধস্বভাবা। এমন রুপে, এমন কথায় বিমোহীত হয়ে স্ট্রাচু হয়ে থাকার ইচ্ছে আমার বহুকাল ধরেই। বুকের বাদিকটার কোথাও, কোন কোণে, বহু যত্নে এমন ইচ্ছেটাকে আগলে রেখেছিলাম বোধহয় অনেক আগে থেকেই। এও যেন এক ব্যাখ্যাতিত ভালোবাসারই প্রতিফলন। মনটা যেন প্রতিনিয়ত ডুবে থাকে ধরাছোঁয়ার বাইরের এক অপ্সরীর মোহে। অথচ অতীব্র, আকাক্ষীত ভালোবাসাতো এইইই।
"নিজের ভালোবাসা বুঝে নিতে হয় অন্যর চোখের ভাষায়" সেই চোখ যদি হয় মায়াবন বিহারিনী। সেই চোখযদি হয় কাজলকালো হরিনী। যে চোখে থাকবে কেবল ভালোবাসার অপার সম্মোহণ। যে চোখের যাদুর টানে হৃদয় হবে পাগল-পারা। আমিতো সেই চোখেই দেখতে চাই আমার ছবি, সেই চোখে দেখতে চাই আমার সকল অজানারেই। সেই চোখেই দেখতে চাই আমার সুনীল আকাশ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলা। আকাশপানে ঝুলে থাকা সহস্র তারার মিলনমেলা দেখতে চাই আমি সেই কামনীয় চোখেই। আর সে তারার সনেই আমি আমার মনের সকল ব্যাকুলতার অবগাহন করতে চাই। অজস্র কথা মালার শব্দভাষন বলে যেতে চাই অবলীলায়। যা আজও আমার সকল অযাচিত ভাবনার সাথে মিশে আছে অবচেতনে।
"ভালোবাসা চোখদিয়ে দেখেনা, দেখে হৃদয় দিয়ে.." যদিওবা এমন বেসাতী আর বেহাল ভালোবাসা উপলব্ধিকরণের মতো আন্দোলিত হৃদয় আমার এই ক্ষুদ্রতর হৃদয় নয়। যে হৃদয় আরেক হৃদয়কে হৃদয়ে ধারণ করেই সহস্র ক্রোশ পথ পাড়ি দেয়ার অলেখা চুক্তিতে আবদ্ধ হয় যুগে যুগে। যে চুক্তি কোন মুক্তি দিতে পারেনা জেনেও আমরা তার গভীর থেকে গভীরে নামি অবলীলাক্রমে। আমার মতো হয়তো অনেকেই এমনি ভালোবাসায় মোহে আবদ্ধ। যে মোহ আমাদেরকে রঙ্গীন স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখতে শেখায়, স্বপ্নে বাঁচায়। যে ভালোবাসার কোন মানে নেই জেনেও এই উতলা আবেশী মন এর উত্তর খুঁজে বেড়ায় প্রতিনিয়ত। খুঁজে বেড়ায় ক্ষণে ক্ষণে, খুঁজে বেড়ায় কালে কালে।
তবুও আমরা এমনি এক অপ্সরার নির্লোভ ভালোবাসার মোহে মত্ত হই এই বিস্তৃত ভালোবাসার মায়ার জালে। আমরা স্বপ্নদেখি ভালোবেসে স্বর্গ লাভের। আমরাই রচনা করি ভালোবাসার সুদীর্ঘ ইতিহাস...
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
হাসান১২১২১২ বলেছেন: হায় হায়, এটা কি বললেন!! @kanizrina
২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪
আরজু পনি বলেছেন:
বাহ
খুব সুন্দর প্রকাশ।
শুভ ব্লগিং ।
২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১০
হাসান১২১২১২ বলেছেন: থ্যাংকস... @আরজু পনি
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
কানিজ রিনা বলেছেন: আপনি হুমায়ুন আহমদকেও ছাড়িয়ে যাবেন।