নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্যক্তিত্বই আমার ভালোবাসা, আমার অস্তিত্বই আমার অহংকার..।

হাসান১২১২১২

আমার মতো আমি...

হাসান১২১২১২ › বিস্তারিত পোস্টঃ

মানবীর জিজ্ঞাসা....

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সেদিনের ঐ বিকেলটাতে একলা আমি
একলা বসে ভাবছি বুঝি আপন মনে
আপন মনে দুঃখ সাজাই সংগোপনে
এক মানবীর জিজ্ঞাসাতেই হঠাৎ থামি!!

খুব হিসেবী এক মানবী জিজ্ঞাসিলো-
এখন আমার প্রহরগুলো কেমন কাটে;
কেমন কাটে এখন আমার একলাঘাটে
কেমন কাটে এখন আমার বিকেলগুলো।

জিজ্ঞাসিলো এখন আমি আছি কেমন-
কেমন আছে আমার বেহাল স্বপ্নগুলো
এখনও কি উড়িয়ে চলি পথের ধুলো?
এখনও কি আছি আমি, ছিলাম যেমন!!

জিজ্ঞাসা তার দৃষ্টিককোণে খুবই গোপন,
কেমন করেই স্বপ্ন বেচি হার-হামেশায়
কেমন করেই বেচেই চলি রং-তামাশায়
কেমন করে করি আমি স্বপ্নের রোপন!!

জিজ্ঞাসিত এসব কথায় বিভোর আমি?
এটাও তার জিজ্ঞাসারই অংশ ছিলো;
এমন অনেক জিজ্ঞাসাতেই জেনে নিলো
ক্যামনে আমি স্বপ্নছুঁয়ে বাস্তবতায় নামি!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার কবিতা। ভালো হয়েছে বলেই ভাল লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ। সাথেই থাকবেন... @ডাঃ প্রকাশ চন্দ্র রায়

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

রাজসোহান বলেছেন: বাহ, ভালো লেগেছে। প্লাস! :)

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান১২১২১২ বলেছেন: ভালোলাগাতে আমার স্বার্থকতা। ধন্যবাদ... @রাজসোহান

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

ভবোঘুরে বাউল বলেছেন: এতো এতো জিজ্ঞাসার পূর্বে কি সে একবারের জন্য লোচনে লোচন মাখামাখি করেনি? তাহলেই তো সব উত্তর পেয়ে যেত!

কবিতা অসাধারণ হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

হাসান১২১২১২ বলেছেন: আপনার ভালোলেগেছে বলেই হয়তো তা মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ @ভবোঘুরে বাউল

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার,,, ভাইয়ু... ভাল্লাগছে!! ++

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

হাসান১২১২১২ বলেছেন: থ্যাংকস ভাই.. @আব্দুল্লাহ তুহিন

৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

হাসান১২১২১২ বলেছেন: ভালোলাগাতে আমার স্বার্থকতা। ধন্যবাদ... @রাজসোহান

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

হাসান১২১২১২ বলেছেন: আপনার ভালোলেগেছে বলেই হয়তো তা মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ @ভবোঘুরে বাউল

৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

মানবী বলেছেন: কবিতাটি পড়ার সময় মনে হলো কবি হেলাল হাফিজের "এখন তুমি কেমন আছো, কোথায় আছো.... পত্র দিও" কবিতাটির রিভার্স পড়ছি :-)

ভীষণ প্রিয় কবিতাটি মনে পড়ে যায় এমন যেকোন কিছুই খুব ভালোলাগার, এমন একটি কবিতার জন্য ধন্যবাদ হাসান১২১২১২।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৮

হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ আপনাকেও @মানবী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.