![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে কতো নদী শুকায়া খাল
হারাইলো তার গতি,
হাল আমলের আমি নাকি
এন্টি হেফাজতি!
শফি হুজুর ফতোয়া দিছে
মূর্তি দেখাও হারাম,
রক্ত-মাংসের মূর্তি হলেই
তাতে শুধু আরাম!
রাতকানা সেই- এই আমি আজ
হয়ে যাইনি দলকানা,
তাইতো বসে দেখছি শুধু-ই
একি আজব কারখানা!
দুইদিন আগের ভাস্কর্যটাও
আজ হয়ে যায় মূর্তি
বাংলা হবে আফগানিস্তান
আসেন, করি ফুর্তি।
শফি-আপায় মেলার আগেও
ছিলাম লীগের দালাল,
জানতাম যদি এই তেঁতুলের
সব ফতোয়াই হালাল?
আমরা ভোদাই বুঝি কি আর
শীতকালে ক্যান বৃষ্টি হয়!
শফি হুজুরের হাতের ছোঁয়ায়
সব তেঁতুল ক্যান মিষ্টি হয়।
খেমটা নাচটা থামিয়ে এবার
আপন মনেই বোঝেন;
এই পাথররে মূর্তিতেও ক্যান
বোরকা-হিজাব খোঁজেন!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২
হাসান১২১২১২ বলেছেন: ধন্যবাদ দাদা। @বিজন রয়
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮
মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: ইসলাম হল জীবন বিধান (কোড অব লাইফ ); এটা শুধু কিছু নামাজ রোজা পালন করার নাম নয়। যুগে যুগে ইসলাম বিভিন্ন জাতির রীতি নীতি কে সংস্কার করে এসেছে। ইসলামের কোন ভৌগোলিক বাউন্ডারি নাই। মুসলমান হোক সে বাঙালি, আরবি, হিন্দুস্তানী কিংবা জাপানি; সবার জন্য সমান বিধান। ইসলাম কোনো জাতির নিজস্ব সংষ্কৃতিকে ততক্ষণ পর্যন্ত সমর্থন করে যতক্ষণ পর্যন্ত তা ইসলামের মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক না হয়।
অন্যথায় উহা পরিত্যাজ্য। মঙ্গল শোভা যাত্রা যেখানে মঙ্গল কামনা করা হয় কিন্তু কার কাছে ? ইসলাম এক আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা শিরক যা সর্বসম্মত ভাবে পরিত্যাজ্য। তাছাড়া যে সমস্ত উপকরণ(মুখোশ, পশু পাখির প্রতিকৃতি ইত্যাদি ) দিয়ে তা সাজানো হয় তা ইসলাম কোনোভাবেই সমর্থন করেনা। মঙ্গল শোভাযাত্রা বাঙালির নিজস্ব সংষ্কৃতি হলেও তা ইসলাম সমর্থন করেনা।
তাই যারা বাঙালি মুসলিম দাবি করো, আল্লাহ ও তাঁর রাসূলের (স) উপর ঈমান রাখো তারা এই ধরণের অণুষ্ঠান থেকে সরে আসো।
আবারও বলি,
“ইসলাম কোনো জাতির নিজস্ব সংষ্কৃতিকে ততক্ষণ পর্যন্ত সমর্থন করে যতক্ষণ পর্যন্ত তা ইসলামের মৌলিক বিধানের সাথে সাংঘর্ষিক না হয়”
সুতরাং যেকোনো বাংগালি অনুষ্ঠান সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে আমার (এবং যে কোনো মুসলমানের ) অংশগ্রনে কোনো বাধা নাই বরং একজন বাঙালি হিসেবে আমার সমৃদ্ধ সংষ্কৃতি নিয়ে তৃপ্তই হবো।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: শফি-আপায় মেলার আগেও
ছিলাম লীগের দালাল,
জানতাম যদি এই তেঁতুলের
সব ফতোয়াই হালাল?
হা হা হা হা হা্ ........... জম্পেশ।