![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মধ্যে দুর্ভেদ্য ভাষা গুলোর একটি সম্ভবত চিটাইংগা ভাষা। আর যেতারা চিটাং গিয়েরে ভাষা নিয়ে জটিলতায় পড়েন হিতারার জন্য আর এ ক্ষুদ্র প্রয়াস। আয়ুন আঁরা চাই কিছু চিটাইংগা ভাষা শিখিত পারি কিনা:
আমি - আই
আপনি-অনে
হঠাৎ - আতিক্কা
একেবারে – এব্বারে
যাব - যাইউম
টাকা - টিয়া
বড় ভাই - বদ্দা
ছাগল-- ছঅল
হোটেল--ওটেল
কাক- কাউয়া
মোরগ--রাতা কুরঅ
কলসি--ঘরা
পাগল--পঅল, পলাইয়া
বেগুন--বাইয়ুন
হাত-- আত
টম্যাটু -- হর বাইয়ুন / (টক বেগুন)
কলা-- কেলা
পেয়ারা--গোঁয়াছী
কমল--'কঅলা
আমলকী--অঁলতি
পুকুর--পইঅর
বড়শী--বরকি
মাগুন মাছ--টুইর মাছ
হাতপাখা--বিচঅইন
খেঁজুর--হাজুর
তেতুল--তেতই
মুরগী--কুরী
কে? --কন?
বদনা--লোডা
গ্লাস--গলস
বাসন--বত্তন
মাটির পাত্র--তেলঅইন
চামচ--চামিস
বেগুনী--বাইয়ুনী
ছোলা-- চনা/ চনাবোট
মোগলাই পরাটা--ডিমপরাটা
শুশ্বুরবাড়ী--অরোবাড়ী
সাতার-- আঁছোর
সুপারী--সুঅরী
শালী--আলী
শালা--আআলা
শাশুড়ী--অঅরী
কেরোসিন তেল--কেরাইস তেল
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৪
হাসান। বলেছেন: ইয়ান কোন কতা অইল না। কতায় আছেনা একবার না পরিলে দেখ শতবার।
২| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: জাউন্যা, জাউফ্যা, আদনাইন্যা, ফোউজ্যা...
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৫
হাসান। বলেছেন: ন বুঝিলাম।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০০
হাবীব কাইউম বলেছেন: অঅরী উচ্চারণ করবো কীভাবে?
সুঅরী বললে কেউ যদি শুওরী (sow) মনে করে তাহলে অবস্থাটা কী হবে?
আপনার সংগ্রহও যোগ করুন
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৬
হাসান। বলেছেন: অ-এক আলিফ টান+রি
৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৩
লাতি বলেছেন: চট্টগ্রামের ভাষার একটি বাক্য-
এই দিকে এসো -- ইক্কা আয়,
কেমন আছেন------ক্যান আ-ছ,
কোথায় যাচ্ছেন------ কন্ডে য-অ-দ্দে,
আজকে শহরে যাব ----আজিইয়্য শহরত যাইয়্যুম।
আগামী কাল বৃষ্টি হতে পারে ---হালিয়্য ঝর অইত পারে।
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৮
হাসান। বলেছেন: ++++
আগামী কাল বৃষ্টি হতে পারে ---কালিয়া ঝর অইত পারে।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
নুরুল আলম৯ বলেছেন: আর ভালা-লাইগ্গে অনের পোষ্ট। ইতেল্লাই পেলাস।
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৯
হাসান। বলেছেন: অনেরে ধন্যবাদ
৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৬
একাকি রাতে বলেছেন: বদ্দা বেয়ানে কি হায়অ
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২০
হাসান। বলেছেন: চা দিয়েরে ডাইল ভাজি, লগে পরটা
৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৯
adnan72 বলেছেন:
অবাজি, অনরে পেলাস দিলাম।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২১
নষ্ট কবি বলেছেন: বদ্দা এইন কিন্তু ভালা ন
ইতারা বেয়াজ্ঞুন আরার ভাশা শিখিফালাইলি সমস্যা আছে
আরা আরা আর কথা কইত পাইরতামন
বেয়াজ্ঞিন বুঝিফালাইবু
০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৭
হাসান। বলেছেন: চিন্তা ন কইজ্জুন বদ্দা। স্বর্গ বহুত দূরে। কিছু ভইংগা তৈরি গরি না।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৭
সজল৯৫ বলেছেন:
১০| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬
তৌফিক জোয়ার্দার বলেছেন: মজা পেলাম। আমার জন্ম চট্টগ্রামে বলে চট্টগ্রাম, তার মানুষ এবং ভাষার ব্যাপারে একটা টান অনুভব করি। আমার নানা বাড়ি ওখানে বলে ভাষাটাও একটু আধটু বুঝি।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৮
যুবাইরআজাদ বলেছেন: ভাই আন্নেরেতো আসল চাটগাইয়া মনে অইতাছেনা, আর চাটগাইয়া অএলে ও ওখানে বড় হয়েছেন বলে মনে হচ্ছেনা, তার পর ও চেষ্টা করার জন্য ধন্যবাদ।
ইয়ান কোন কতা অইল না। কতায় আছেনা একবার না পরিলে দেখ শতবার। আমি চাটগাইয়া না অইলেও ৩ কান ভুল আছে মনে কচ্চি।
০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২১
হাসান। বলেছেন: হুম--------তই অনে খুব বুদ্দিমান ফানলার।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৬
জুন বলেছেন: অনে কিছু ন বুছেন যে বদ্দা ..আরা বুঝি কি কথা কইথ চ যে
@ নষ্ট কবি
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আঁরত এককানা মন চাইরদে ভাষা শিকিবার লাই................আঁরে আন্নের ছাত্র গড়ি নেন না!!
০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৪
হাসান। বলেছেন: বহুত দিন দরিয়ে ওকগো টিউশনি টুগাইদ্দি। অনেরে পায়েরে বালা ওইয়ে। কন্টাক্ট কত টিয়া?
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩৩
আমি হীরা বলেছেন: বড্ডা হডে যান? বদ্দা ধান গম হইছেনিত?
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮
উণ্মাদ তন্ময় বলেছেন:
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৯
সোর্বিয়ের বলেছেন: গুন লাগে তো ইয়ানে কিয়া আইয়ো ?
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১২
হাইকু বলেছেন: +++ :d
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬
ফেরারী... বলেছেন: চাটগাইয়া ভালা পাই
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪২
অন্ধ দাঁড়কাক বলেছেন: বেককরে শিকায় ন দিয়্যু। আঁরার ভাষা আঁরার লাই, হিতেরা শিকি কি গরিব্যু???
২০| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪
আনন্দক্ষন বলেছেন: "নষ্ট কবি" আর "অন্ধ দাঁড়কাক"- ভাই আপনাদের ভাষাটা জানা দরকার।
ভাই বিয়া দিসি, আমার "তালোই আম্মা" আর তার বোনরা মিলে যে কি কিচিমিচির করে, কিছুই বুঝার উপায় নাই।
তবে, এখন মনে হয়- লেখকের কল্যানে, " নষ্ট কবি " এর আশংকা সত্য ঃটে যাচ্ছে।
@লেখক- ভাই , বড় ভাইদের কথায় কান দিয়েন না।
২১| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:০১
অন্ধ দাঁড়কাক বলেছেন: @আনন্দক্ষন: আপনি যদি শিখে ফেলতে পারেন, সাধুবাদ। সহজে কেউ পারেনা।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৫
বাপ্পী পাল বলেছেন: আমার মনে হয়, যারা চট্টগ্রামের নন তারা আর যাই হোক, লেখা পড়ে উচ্চারণটা শিখতে পারবেন না, এটা একেবারেই প্র্যাকটিক্যাল ভাষা
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০১
মাহমুদা সোনিয়া বলেছেন: bodda gom ason na?! Arar lang oiyedde 1st cls lang! Keo no buje!!
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
হাইকু বলেছেন: ও বুক !!!
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
বালক বন্ধু বলেছেন: কারো ভাষা নিয়ে এই ধরনের পোষ্ট!!!
ভালো লাগলো না।
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৫
যুবাইরআজাদ বলেছেন: ভাইজান কি আমারে গালি দিলেন নি?????? কিছুই বুঝলাম না। আমি যতদুর শুনেছি চিটাগাঙ্গের মানুষেরা প এর উচ্চারণ করে ফ এর মত, ক এর উচ্চারণ খ এর মত
ইয়ান কোন কতা অইল না। কতায় আছেনা একবার না পরিলে দেখ শতবার।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৩
যে আছো অন্তরে বলেছেন: ভাই, মাফ চাই, দুয়াও চাই, এই ভাষা শিখা সম্ভব না, এর থেকে চাইনিজ সুজা।