নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে সবার ই জানা, আপনাকে নতুন করে জানতে হবে না। জানার ইচ্ছে থাকলে আমাকে খুঁজে নিবেন।

জি এইস মেহেদী

আমি একজন মুসলিম,, ঘুরতে ভালবাসি, বই পড়তে পছন্দ করি। রাজনীতি কে সব সময় প্রধান্য দেয়। ইসলামী রাজনীতিতে বিশ্বাসী,, আমি চাই সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক।

জি এইস মেহেদী › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ততম শহরের কিছু খুচরা আলাপ -- ব্লগ ২

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

মশা দেখলেই আতঙ্ক ---বিকালে হালকা নাসতা করে সন্ধ্যায় টিভি রুমে একটু খেলা দেখলাম,,যতজন ওখানে বসে আছে সবাই পা নড়াইতেছে ডেঙ্গু যাতে কামড়াতে না পারে। রাতে বন্ধুর সাথে নীলক্ষেত গেলাম খাওয়া দাওয়া করার জন্য। সস্তায় যেন ঢাকায় এরকম খাবার কমই পাওয়া যাবে। খুব ভাল লাগলো তাদের পরিবেশন দেখে। এরপর হলে চলে আসলাম। রাতে ঘুমাই গেলাম তারাতারি, ওর নাকি সকালে ক্লাস আছে। সকালের খাওয়া দাওয়া সেরে বন্ধু(জোবায়ের) কে বললাম ধানমন্ডি যাবো পাপ্পুর সাথে দেখা করবো। ও বললো ঠিক আছে যা,,, সব সময় যেন ডেঙ্গুর আতঙ্ক থেকেই যায়। গাড়িতে উঠে ধানমন্ডি গেলাম ৩২ এ নেমে পাপ্পুকে ফোন দিলাম,, ও বললো ৫ মিনিট আসতেছি। ও কিছু সময় পর আসলো,, তারপর লেকের পাড়ে বসলাম,, গল্প করতে করতে নাজমুল (লাটা) কে ফোন দিলাম। ও থাকে মিরপুরে,, ও বলতেছে আমি আসতেছি তোরা ওখানে থাক। নাজমুল আসার পর আমি বললাম বঙ্গবন্ধুর বাসা থেকে ঘুরে যায়,, যায় নি কখনো,,, দেখি কি আছে,, কৃষকলীগএর অনুষ্টান হওয়াতে সেইদিন জাদুঘরে ঢোকা ফ্রি। ব্যাগ, মোবাইল জমা দিয়ে ঢুকে পড়লাম,, প্রথমে তার কলকি টা আমার চোখে পড়ছে,,, নেতা কলকি টেনেছিল,, শিষ্যর এখন গান্জা খায় :`> । সব কিছু ঘুরে ঘুরে দেখলাম,, ভালোই লাগলো,,, নেতার বাসায় ফ্রি তে যেতে পেরে :P। নাজমুল একটু বুদ্ধি প্রতিবন্ধী তাই তাকে নিয়ে অনেজ মজা পাচ্ছিলাম। বের হয়ে আসলাম মুজিব এর বাসা থেকে,, ব্যাগ মোবাইল বুঝে নিয়ে,, পাপ্পুকে বিদায় দিয়ে নাজমুল কে সাথে নিয়ে মিরপুর চিড়িয়াখানায় গেলাম,, বাঘ, সিংহ,উল্লুক, ইত্যাদি ছাড়া অনেক মিলন মেলা ঘটেছে সেখানে,, খারাপ কিছু লিখবো না,, চোখে দেখলেও বলা যায় না এমন কিছু দেখছি,,, ভাল লাগছে না,,, চল, বোটানিক্যাল এ যায়,, ঢুকলাম ২০ টাকা টিকিট, ২০ মিনিটের মধ্যে সেলফি, মেলফি উঠায় য়া বের হয়ে আসলাম। ক্ষিদে লাগছে খুব,,, ওখানে ভাত খাইলাম, তরকারী যেন এলিয়েন জগত থেকে নিয়ে আসছে। মেজাজটাই খারাপ,, কোন মতে জীবন বাচাঁলাম আর কি!! আমি নাজমুল রে বললাম তুই যা আমি গাজীপুর যামু রোমান এর ওখানে,, রাতে ওর কাছ থেকে রওনা দিবো। ও চলে গেল, আমি গাজীপুর বাসে উঠে পড়লাম,, বাইপাস থেকে চৌরাস্তা যাওয়ার পথে লাইভ ছিনতাই দেখলাম,,, আমি যে বাসে বসা,, আমার সামনের সিটের এক ভাইয়ের থেকে মোবাইল জানালা দিয়ে টান মেরে নিয়ে চলে গেল,, হেডফোন টা শুধু কানে রয়ে গেল। ফোনের দাম ছিল ১১০০০ টাকা,,,, তারদিকে তাকালাম খুব খারাপ ই লাগলো,, যদি মোবাইল কম্পানির মালিক হইতাম ৪-৫ টা ফোন তারে দিয়ে দিতাম। সিন্ডিকেট মোবাইল দিয়ে উধাও,,, গাড়ি একটু জেমে পড়লে এরা সুযোগ নিয়ে থাকে। গাড়ি থেকে নেমে ফ্রেন্ড এর ওখানে গেলাম। ও নতুন বিয়ে করছে,,, ভাবির হাতের রান্না,,খুব ভাল লাগলো। বন্ধু কে বললাম তুই আমাকে গাড়িতে উঠে দে আজ রাতে বগুড়া যেতে হবে। এই বলে ব্যাগ ঘাড়ে নিয়ে আমি প্রস্তুতির ভাব দেখালাম,,, ও সাথে আসলো,,, কিছুদুর হাটার পর বাস স্টপ,,, ১১:২০ বাজে, গাড়ি একটা আছে রানিং আসতেছে,,,, ২ মিনিটের মধ্যে গাড়ি আসলো,, আবারও ৩০০ টাকা দিলাম,,, গাড়ি রওনা দিলো,, ৪ ঘন্টার মধ্যে বগুড়া সাতমাথা,, রাত বাজে ৩:৪০। গাড়ি থেকে নামলাম,,, মেসে যেতে হলে একটু অপেক্ষা করতেই হবে টোকাই এর অভাব নাই বগুড়া তে। ততক্ষণ বসে ছিলাম, চাঁ,নাস্তা খাইলাম। ৫ টায় রিকশা করে ম্যাসে এসে শান্তির ঘুম দিলাম!!!

ঢাকায় শহরের জ্যাম + সিন্ডিকেট + ডেঙ্গু এসবের মধ্যে সবার সাথে দেখা করতে পারা সত্যিই আনন্দের!!!!!

লেখক :::::: জি এইস মেহেদী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.