নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে সবার ই জানা, আপনাকে নতুন করে জানতে হবে না। জানার ইচ্ছে থাকলে আমাকে খুঁজে নিবেন।

জি এইস মেহেদী

আমি একজন মুসলিম,, ঘুরতে ভালবাসি, বই পড়তে পছন্দ করি। রাজনীতি কে সব সময় প্রধান্য দেয়। ইসলামী রাজনীতিতে বিশ্বাসী,, আমি চাই সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক।

জি এইস মেহেদী › বিস্তারিত পোস্টঃ

আজকে বিএনপির মহাসমাবেশ নয়াপল্টনে - সরকার নাকি আজকেই খালাস?

২৮ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৫৪

টাইটেল দেখে মনে হতে পারে আমি আওয়ামী পন্থী কিন্ত না আমি সাধারণ মানুষ আমি একজন ফ্রিল্যান্সার, আমি চাই দেশে গনতন্ত্র ফিরে আসুক, দেশের মানুষের বাকস্বাধীনতার সঠিক চর্চা হক, গঠনমুলক আলোচনা করে এককাতারে সব দল এসে নির্বাচন করুক তবে কোন অবৈধ ভোট চোর সরকারের অধীনে নয়। কিন্তু এটা কি সম্ভব? হইতে পারে! বিষ্ময়কর লাগে না? আওয়ামী সরকার চলে যাবে নতুন সরকার আসবে দেশটা মনে হয় আরো ভালো চলবে! আমার উত্তর গনতন্ত্রে আসতে হবে, একনায়কতন্ত্র নয় -


কারণ এখানে ১৫ বছরের রাজনীতির কোণঠাসায় জনগন হয়ত বিরোধী পার্টি ক্ষমতায় দেখতে চাই কিন্তু বিএনপি কে কেন জনগণ বেঁচে নিবে? বিএনপি কোথায় উন্নত করে দেশটারে উন্নত করছে? সব তো আওয়ামিলীগ করছে ব্রীজ আর কালভার্টে ভর্তি তামান বাংলাদেশ, বিদ্যুৎ এর অভাব নাই ফেরি করে দিচ্ছে সবাইকে - এতদিন কি বিএনপি দলটি দালালি করছে আওয়ামী এর সাথে, আর জনগণ কে বুঝাইছে? আজকে বিএনপি চুড়ান্ত মহাসমাবেশ এর ডাক দিয়েছে, এর আগে দেয় নি কেন? দুইটা নির্বাচনে বিএনপি কোন চমক দেখাতে পারলো না আজকে তাদের মহাজাগরণ, তাদের সাহস কোথায়? এত সাহস পেয়েছে কোথায়?

ঘটনা হলো আমেরিকা নিশ্চিত আমেরিকায় সব কিছু করাইতেছে - আমেরিকা সর্বশেষ নিষেধাজ্ঞা দিয়েছে ভিসা নীতিতে, যেটা আমাদের দক্ষিণ এশিয়ার দেশ কম্বোডিয়া তে দিয়েছিলো, তাদের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়েছে সরকারি দল তারপর সরকার কি করছে তার ছেলে কে দায়িত্ব দিয়ে তার নাম রাজনীতি থেকে কেটে নিয়েছে, তার মানে দেশের নেতা এখন তার ছেলে - আমার যতদুর বিশ্বাস এত নিষেধাজ্ঞার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আবার নির্বাচন করে জয়ী হয়ে তার ছেলেকে ক্ষমতা হস্তান্তর করবে আর হাসিনা তার নাম রাজনীতি থেকে বাদ দিয়ে দিবে - এতে সাধারণ মানুষ এর মাইন্ড সেট হবে এবার মহিলা মানুষের রাজত্ব শেষ, এবার ছেলে সরকার পাইছি এবার মোটামুটি মেনে নেওয়া যায় এভাবে আবার ৫ বছর কাটবে এদিকে যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়ে আবার চুপ হয়ে থাকবে

- এখন মেইন কথা ভিসা পলিসি, ভিসা নিষেধাজ্ঞার জন্য সরকার শপথ গ্রহণের এর ঠিক আগ মুহুর্তে সব পুরাতন রাজনীতি বিদ বাদ দিয়ে দিবে তাদের দায়িত্ব থেকে অপসারণ করে দিবে নতুন রাজনীতির লিডার এর সাথে Young দের দায়িত্ব দিবে - এদিকে বিএনপি ক্ষমতায় না আসতে পেরে নিন্দা জানাবে এবং দফায় দফায় কর্মসূচি দিবে - কিন্তু বাস্তবায়ন শুন্য -

কিন্তু ঘটনা এভাবে উল্টে যেতে পারে - অবশ্যই সহিংসতা করা যাবে না -

আমি যেটা জানি জামাত আর বিএনপির মধ্যে দুরত্ব সৃস্টি হয়েছে, আসলে কি তাই? তাহলে জামাত কি একক ভাবে নির্বাচন করবে? বিএনপির সাথে জোটের হিসাব কি হারিয়ে গেলো? বিএনপির প্রার্থীর জায়গায় কি জামাতও নির্বাচন করবে? তাইলে ঐ দিকে আওয়ামী আসনের বিপরীতে স্বতন্ত্র পার্টি দাড়াবে - চারজন এক আসনে এখানে ফেবারিট কে? আমার তো মনে হয় জামাত ফেবারিট - ভোট চুরি না হলে তো বিএনপি অধিকাংশ জায়গায় হারিয়ে যাবে - জামাত এর তখন ৫০-৮০ টা আসন পেয়ে বসে থাকবে -

তাইলে তো আগামী দশ বছর পর জামাত ১৫০+ আসন পাবে কারণ তখন অনেক দল জামাতের সাথে এসে ভোট করবে জোট গঠন হবে - নতুন জোট, জামাত ছাড়া কোন দল সরকার গঠন করতে পারে নি পারবেও না - সুতরাং জামাত কে যে অবহেলা করবে সে সব সময় কোণঠাসা হয়ে থাকবে - দেখেন জামাত কিন্তু এখনো শক্তিশালী, এত নির্যাতনের পরও। আওয়ামিলীগ জানে জামাত কি জিনিস - তারাও জামাত কে নিয়ে ক্ষমতায় এসে ছিলো - স্যার মির্জা ফখরুল সাহেব জামাত ছাড়া জিততে পারবেন না - এখনো সময় আছে এই দলটার সাথে স্নায়ুযুদ্ধ না করে কাধে কাধ মিলিয়ে কাজ করেন, দলেরও ভালো দশের ও ভালো - গনতন্ত্র ফিরুক, ভোটের অধিকার ফিরুক - আপনারা দুই দল একসাথে একদাবিতে থাকুন, সবাইকে সাথে নিন তাছাড়া আপনাদের আর রক্ষা নাই -

দেশ ও জাতির জন্য দোয়া করি - সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করুন ফিরে নিয়ে আসুন গনতন্ত্র ফিরে নিয়ে আসুন নতুন দিগন্ত -


আমার প্রশ্নটা থেকে যায় গনতন্ত্র কি আসবে ফিরে? ইনশাআল্লাহ চেস্টা করলে আসবেই আসবে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.