নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান ইকবাল-এর লেখালেখির অন্তর্জাল।

হাসান ইকবাল

.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।

হাসান ইকবাল › বিস্তারিত পোস্টঃ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো -হুমায়ুন আজাদ

২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৭

আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য

-হুমায়ুন আজাদ




আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো

ছোট ঘাসফুলের জন্যে

একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে

আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে

উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে

একফোঁটা বৃষ্টির জন্যে



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

দোয়েলের শিসের জন্যে

শিশুর গালের একটি টোলের জন্যে

আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে

গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে

একফোঁটা রৌদ্রের জন্যে



আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

এক কণা জ্যোৎস্নার জন্যে

এক টুকরো মেঘের জন্যে

আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়

হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে

এক ফোঁটা সবুজের জন্যে



আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো

খুব ছোট একটি স্বপ্নের জন্যে

খুব ছোট দুঃখের জন্যে

আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে

একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে

একফোঁটা সৌন্দর্যের জন্যে।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-১

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৬

শাহীন ভূইঁয়া বলেছেন: আমি হুমায়ুন আযাদ স্যারের যবনিকার পর আজ পর্যন্ত বাংলা একাডেমীর বই বুক ফেয়ারে যাওয়া হয় নি। বই মেলায় ওনার সাথে অনকে কথা হতো । উনি ছিলেন মেলায় যাওয়ার একটা বড় আকর্ষন। জানি না আর যেতে পারবো কী না ।

ওনার কথা মনে হলেই........শেষ যে বার দেখেছিলাম ওনাকে ঘিরে টুপি দাড়িওয়ালারা ঘিরে ছিলেন.....................................

২| ২৯ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন: হুমায়ুন আজাদ স্যারের এই কবিতাটি প্রথম পড়লাম।।

একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।

ভাল লাগল

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

সজীব আকিব বলেছেন:
আমিও পোস্ট দিয়েছিলাম একই শিরোনামে-

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো - হুমায়ুন আজাদ

হুমায়ুন আজাদের আরো কিছু কবিতা পাবেন এখানে

আপনাকে ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪

হাসান ইকবাল বলেছেন: ধন্যবাদ আরো কিছু কবিতার লিঙ্ক দেবার জন্য।

৪| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৫৩

রক্তকরবী বলেছেন: কবিতা টা এতো সুন্দর যে চোখ ভিজে ওঠে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.