![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.... ছেলেবেলার দুরন্ত শৈশব কেটেছে নেত্রকোনায়। আর সবচেয়ে মধুর সময় ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলি। আর এখন কাজ করছি সুবিধাবন্চিত শিশুদের জন্য একটি স্পানিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়।
আজ মহান একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার মান রক্ষায় ১৯৫২ সালে যারা আত্মদান করেছেন, শ্রদ্ধাবনত চিত্তে তাদের স্মরণ করছি আমরা, সেই সাথে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারাবিশ্বে। এই দিবস সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।
Google আমাদের কথা রাখেনি । কর্তৃপক্ষের কাছে আমরা এই অনুরোধ পাঠিয়েছিলাম। Request Google Doodle for 21 February – International Mother Language Day, যাতে করে একুশে ফেব্রুয়ারির দিন গুগল লগোতে ডুডল হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি প্রতিপাদ্য হিসেবে থাকে। কিন্তু আমরা দারুন ভাবে হতাশ এই জন্য যে, সারাবিশ্বে যে দিবসটিকে গুরুত্ব দিচ্ছে সেখানে
Google আমাদের কথা রাখলো না। আমরা যথেষ্ট সময় নিয়েই ডিজাইন, লগো, লিংক, ই-মেইল পাঠিয়েছিলাম।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা দিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ সালে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। - এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। গত মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৮
টাক্কা বলেছেন: কালকে সকালে দিতে পারে। ধৈর্য্য ধরে দেখুন।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৫
শওকত বলেছেন: বেনিয়ারা বোঝে ব্যবসা...
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮
মোঃ আব্দুস সালাম বলেছেন: ধ্যৈর্য ধরে লাভ নাই।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৪
ইকথিয়ান্ডর বলেছেন: মনে হয় না এত তাড়াতাড়ি এটা হবে। কিছুদিন আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে গুগলের কোন এক কর্মকর্তা এসেছিলেন। তখন তাকে এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন বেশি অনুকয়।যরোধ আসে যেই ডুডলের জন্য, সেটাই বাছাই করা হয়। সম্ভবত খুব বেশি অনুরোধ যায়নি গুগলের কাছে।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৩
বিং বলেছেন: গুগোল চাইনিজ ল্যান্টার্ণ ডে তে ডুডল দিতে পারে...২১শে ফেব্রুয়ারীতে না! ২১ নিয়ে ব্যাবসা না হওয়াই ভালো।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এখনও গ্রামীন ফোনের মত ব্যাবসাটা জাকিয়ে বসতে পারেনি তো তাই। ব্যাবসাটা জাকিয়ে বসলে তখন ডোডলে ডোডলে বাংলাদেশ ভাসিয়ে দিবে।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৫৯
ফারজুল আরেফিন বলেছেন: ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এখনও গ্রামীন ফোনের মত ব্যাবসাটা জাকিয়ে বসতে পারেনি তো তাই। ব্যাবসাটা জাকিয়ে বসলে তখন ডোডলে ডোডলে বাংলাদেশ ভাসিয়ে দিবে।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৪
রাশে৫৪ বলেছেন: আজ সকালেও তো দিলনা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৬
স্পেলবাইন্ডার বলেছেন: বেনিয়ারা বোঝে ব্যবসা...