![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
কথা সে তো কথার কথা
যুক্তি সে তো খোঁড়া
নিয়ম নীতি সব বেহুদা
কেয়ার করি থোড়া !
রাজনীতিতে এটাই নিয়ম
এইতো নেতার নীতি,
এই কথা যে বোঝেনা সে
বোঝেনা রানীতি !
চালাও গুলি রামদা লগি
বাজাও সুখের বাঁশি -
ক্যাডার ছাড়া দল চলে কি
দল ছাড়া সন্ত্রাসী ?
জনগণের ধার ধারিনে
কে যায় ওদের কাছে !
যন্ত্রে ষড়যন্ত্রে কী কাজ
জনগণের আছে ?
আমিই নেতা আমার উপর
আর কে কথা বলে -
বুদ্ধি ছাড়া বুদ্ধিজীবি
ওরাও আমার দলে !
শত্রু যারা আমার , ওদের
জন্যে হৃদয় ফাটে -
ওরা আছে ; তাইতো আমার
ব্যস্ত সময় কাটে ।
আমার যা দোষ-ত্রুটি সবই
আমার নাকি ভারি !
সবই ওদের ; আমি কিছু
ধার নিয়েছি ! পারি ?
ওরা আমায় কিল মারে আর
আমি চালাই ঘুষি -
আমাদের এই কান্ড দেখে
দেশবাসী কী খুশী !
স্বাধীন দেশের এটাই নিয়ম
এটাই স্বাধীন নীতি -
এই কথা যে বোঝেনা সে
বোঝেনা রাজনীতি !
©somewhere in net ltd.