![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
বসন্ত উৎসব শেষে কোন এক হেমন্ত বিকেলে
বর্ণহীন পাতারা যেমন,-
বৃন্তচ্যুত ঝরে যায় পৃথিবীর মুখ ; বিস্মৃতির
ধুলোবালি- যুথবদ্ধ সরাল সময় !
বিষন্ন বিভাস রাগে জর্জরিত নক্ষত্রের চোখ
জেগে থাকে নির্নিমেষ পতন প্রতীতি-
বেদনার বিবমিষা, হৃতসুখ সুরের ম্লানিমা ।
পাখির ডানায় ভেঙে, নদীর জলের রঙে ঢঙে
জীবনের তারা খসে, বৃত
ভোরের রোদের মত ! সায়াহ্নের মেঘ
কালের আঙিনা ভেঙে উড়ে যায় দূরে
কুয়াশার অন্ধকারে আদিগন্ত মেঘের আকাশে !
সময়ের চিহ্ন জেগে থাকে
বুকের গভীরে ; স্ফিত ধুপছায়া নদী
নিরন্তর আড় ভাঙ্গে পাললিক বোধের ছায়ায় !
জীবনের বালিয়াড়ি - নির্ঝরের বেদনার গান
জোছনার জলে ভেজে কোজাগর চাঁদের মতন ।
(সংশোধিত)
নরসিংদী/ অক্টোবর ২০, ২০১০
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
হাসান আল জামী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার !
কবিতাটি ধৈর্য্য ধরে পড়েছেন বলে..
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
সেলিম আনোয়ার বলেছেন: সময়ের চিহ্ন জেগে থাকে
বুকের গভীরে ; স্ফিত ধুপছায়া নদী
নিরন্তর আড় ভাঙ্গে পাললিক বোধের ছায়ায় !
+