![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
আমার অস্তিত্ব জুড়ে আজন্ম মুখর ব্যাকুলতা
মেঘ রোদ বৃষ্টির উচ্ছ্বাস - ভরা কটালের গান -
বোধের বিভায় জাগে ! বুকের বিথারে বেদনার
রঙরুখ ; শ্রাবণের রাগে - জোছনার জলে ভেজে -
বুনোচাঁদ , বনোয়ারী বীথি ; সুডৌল ঘাসের ফুল !
জলরঙ নদীদের জলে সবুজ পাতার গান -
সবুজ শাড়ির রঙ , নিদাঘের নিরিবিলি ছায়া -
আমার বুকের ভাঁজে রজত সুখের জাল বোনে ;
সুবচন নারী ফুল নিরাকুল পাখিদের মতো -
এখানে রোদের রঙ রোদশিরি রঙ্গনের দেশে
কবিতার চারুসুর , জীবনের ঘ্রাণ জেগে থাকে !
আমার অস্তিত্ব জুড়ে সতত মুখর নীরবতা -
শিশিরের সুরালাপ ; নুপুরের রাগে কলস্বনা
জলের বিসারে ভাঙে ! চোখের তারায় বরষার
রঙরুট ; ফাগুনের মাঠে - উষসির সুরে ভেজে
ফুলজাল , জলরঙ নদী ; আমার মানসী প্রিয়া
সহজিয়া - বাংলাদেশের প্রিয় মুখ !
©somewhere in net ltd.