নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান আল জামী এর বাংলা ব্লগ

কবিতা লিখি - কবিতা ভালোবাসি........

হাসান আল জামী

আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !

হাসান আল জামী › বিস্তারিত পোস্টঃ

তোমাকে এখন

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

তোমাকে এখন খুব মনে পড়ে, দুপুরে সন্ধ্যায়

কোন কাজ থাকেনা যখন । এলোচুল সময়ের

অস্থির শরীর কাঁপে ; ধু ধু প্রকৃতির পরিমিত

অবয়ব জুড়ে তখন তুমিই থাকো । অস্তিত্বের

অস্থি মজ্জা অহরহ স্বস্তি খুঁজে ফেরে- মধুচক্র

তোমার বাঙ্ময় দেহে-বুকে !



সেই নদী হাঁড়িধোয়া নাম যার গীতবদ্ধ গতি-

কাকচক্ষু জলের গভীরে তোমার প্রগাঢ় দৃষ্টি

টলোমলো, স্মৃতির শহর তেমনি উচ্ছ্বাসে প্লুত ।

শানবাঁধা ঘাট সিড়ি আদিগন্ত নগ্ন জনস্থলি

ধানজমি, বাঁশঝোপ, তালগাছে বাবুইয়ের বাসা

তোমার আমার কৈশোরের ছড়ানো ছিটানো ছবি

অনেক বিকেল, রোদ কথামালা কথা কাটাকাটি !



স্বপ্নময় সবকিছু স্মৃতি প্রীতি চেতনা উন্মুখ

মুখ- তোমার আদল - যেনো ডাগর পূর্ণিমা চাঁদ

জেগে থাকে নির্নিমেষ বুকের গভীরে । সময়ের

রেলগাড়ী চলে নির্বিকার নদীর গতির মতো-

কতো চেনা ও অচেনা মুখ হারায় সহজে । দূরে

ফেলে যায় যোজন বিজন পখ - আলোক বছর ।



অথচ তুমিই শুধু তিলোত্তমা ফিরে ফিরে আসো

ভোরের সূর্যের মতো । হৃদয়ের অলি গলি পথে

নিরন্তর ছায়া ফেলে সুরশিরি - তোমার দুচোখ !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

নাসরিন সুলতানা বলেছেন: হ্যাঁ, তাই তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.