![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
জলপ্রপাতের সুর ; হেসে ভেঙে গড়িয়ে যাচ্ছো -
রূপালী রোদের রঙ - কী দারুণ ......
শিরি !
তোমার চিবুক ছোঁয়া রোদে অসংখ্য মুক্তোর দানা ।
তোমার ছায়ায় হৃত
স্ফিতসুর শিশিরের দ্যুতি ; ভোরের সূর্যের ছাঁদ -
হেসে ভেঙে ,
ভেঙে হেসে
ফিরে যাচ্ছে
দ্যাখো -
উছল জলের ঢেউ , রূপান্তরের মেঘমালা -
তোমার আয়ত চোখ ;
চোখের তারায় মৃত নিদাঘের বিবাগী সময় ।
সবুজ পাখিরা ফিরে গেছে
অচেনা বিসারে সেই কবে !
পালকে অরণ্য ছায়া - না ফেরার চল-ছবি চোখে
সময় আয়েসী নদী
তোমার হাসির রঙ - আঁচলে ছড়ানো ব্যাকুলতা ।
জলপ্রপাতের সুর ; হেসে ভেঙে গড়িয়ে যাচ্ছো
রূপালী রোদের রঙ - কী দারুণ .....
শিরি !
©somewhere in net ltd.