![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
বৃষ্টি মানে ছন্দ !
বৃষ্টি মানে সুরের তরী
চোখের ভাঁজে ইলশেগুঁড়ি ;
তোমার ঠোঁটে কনকরেণু -
জল-সোহাগের গন্ধ ।
বৃষ্টি সুরানন্দ !
উজান গাঙে ঢেউয়ের আঁচল
ভিজলে জলের অঙ্কে -
তোমার বুকের আঁচল ডাকে
রঙধনুকের রঙকে !
জলকে আসে জল-কুমারী
আকাশ জুড়ে মেঘের শাড়ি ;
তোমার বুকে ইচ্ছে পরাগ -
চোখের বাঁকে দ্বন্দ ।
বৃষ্টি মানে ছন্দ !
উড়াল মেঘে সুখের পালক
কাঁপলে রোদের রঙে -
ফুল-পারিদের আসর বসে
তোমার ডাগর অঙ্গে !
জলমেখলা সুরের তাড়া
বৃষ্টি মানে পাগলপারা ;
তোমার চোখে খুনসুটি রাগ -
যুগল প্রেমের ছন্দ ।
বৃষ্টি সেঁতুবন্ধ !
২| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:০১
হাসান আল জামী বলেছেন: ধন্যবাদ কালের সময় !
৩| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৩৯
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর!
৪| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:১২
হাসান আল জামী বলেছেন: ধন্যবাদ শাহেদ শাহরিয়ার জয় !
৫| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৪
anisa বলেছেন: খুব সুন্দর জামি ভাই । স্বাগতম সামু তে ।
১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৩
হাসান আল জামী বলেছেন: ধন্যবাদ আনিসা !
খুব খুশী হলাম তোমাকে সামুতে পেয়ে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ১১:৫৬
কালের সময় বলেছেন: অন্যরকম ভালো লাগা কবিতা ।