![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
রোদ্দুরে যদ্দুরে চোখ যায়,
দিনভর বরষার নৃত্যের মুদ্রায়
বৃষ্টির মতো ঝুম
রোদ নামে নির্ঘুম !
এই রোদে রোদভাঙা দুপুরে
নিরবতা সুনসান সুর ভাঁজে নূপুরে
পাখি-সখি সব চুপ
পাতা ঝরে টাপটুপ !
রোদ্দুরে তীর ছোড়ে - টংকার,
এই তাপে দৌড়াবে, এতো রঙ ঢঙ্ কার ?
জল-ছায়া মুকুরে
ডুব দেবো পুকুরে !
©somewhere in net ltd.