![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
আমার উঠোনে রাঙাঠোঁট পাখিদের কোলাহল,
বুকের বিথারে ভরা-কটালের রাত জেগে থাকে -
রজত রোদের রঙ ! তারাঝরা ফাগুনের রাগে
কোজাগর চাঁদ নামে ; প্রগাঢ় সুখের সুর - রাকা ।
জলের বিভায় হৃত বিকেলের এলেবেলে মাঠে
নদীরা অনঙ্গ নাচে ; আমার হৃদয়ে রোদসীর -
সুরায়ত মেঘালাপ ! মেঘেদের চলছবি ছুঁয়ে
জীবনের বেলা যায়, হলুদ পাতার রঙ-আঁকা ।
এখানে নিরল ছায়া, বেদনার সুর সমারোহ
অবেলার বালুয়াড়ি অচেনা বোধের ছবি আঁকে,
গোধুলির রোদে লাল ! উড়ে যাচ্ছে সোঁদা গাঙচিল
মোহনায় গাঢ়চোখ ; জীবন পেরিয়ে - খুব একা ।
দিগন্তে নিভৃত ডানা, শেষ হলে যুগল-যাপন -
তোমারেই খুঁজে পাবো অপরা নক্ষত্রলোকে, প্রিয়া !
©somewhere in net ltd.