![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কবিতারা অধূনা সারাবেলা আমারে পাশে ডাকে !
শীতের শিশিরে এতো জলরাগ - এতো সমারোহ
আমাদের ঘরের চাতাল ভিজে গেছে ।
রাতভর ঝিঁঝিদের গান ; জেগে আছি..........
তোমার চুড়ির সুর এতোটা নিবিড় -
দূরের বাগান থেকে এখনো গোলাপ রোদ রিনিঝিনি বাজে ।
এই শীতে কুয়াশার বৃষ্টিতে ভিজে
যতোই আরক্ত হই, তোমারে আঁকবো প্রিয়তমা ;
দূরের দিগন্ত ঘেঁসা আকাশের পটে
কতো যে জলের নদী - মেঘ - জেগে উঠে -
তোমার চোখের রঙ - কী নরম ; পরিযায়ী পাখিদের ডানা ।
বিষন্ন বিকেল কেটে গেলে,
এই শীতে কিছু খড় - কিছু বুনোতাপ -
কুয়াশার জলে ভেজা, তবু
তোমার ঠোঁটের মতো থরোথরো, বুকের ভিতরে এঁকে রাখি ।
©somewhere in net ltd.