![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততা, দেশপ্রেম আর সাহায্য এই তিনটি নিয়েই আমার আমি। ধন্যবাদ।
গতকাল পবিত্র জুমআর নামাজ পড়তে গিয়ে মনটা আনন্দে ভরে গেল, আবার হৃদ্য় ভারাক্রান্তও হল।
খুশি হলাম এই কারনে, চারদিকে মানুষ আর মানুষ, মসজিদ ভরে রাস্তা ব্লক হয়ে আছে , ধনী-গরিব, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সবাই এক কাতারে, সেই এক স্বর্গীয় আবেশ !
আর মন খারাপ হল এই কারনে, যদি জুমআর নামাজের ন্যায় আমরা ধনী-গরিব, আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত সবাই এক কাতারে এসে দেশ ও জনগনের স্বার্থে দাড়াতে পারতাম তাহলে বাংলাদেশ সত্যিই সোনার বাংলাদেশ হয়ে যেত।
হে আল্লাহ তুমি রমজানের বদৌলতে সবাইকে মসজিদ মুখী করে দাও, দেশ ও জনগনের স্বার্থে সকল রাজনীতিবিদদের মনে হিংসার পরিবর্তে ভালোবাসা তৈরী করে দাও।
©somewhere in net ltd.