![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততা, দেশপ্রেম আর সাহায্য এই তিনটি নিয়েই আমার আমি। ধন্যবাদ।
অনেক স্বপ্ন নিয়ে কষ্ট করে একটি ওয়েব সাইট বানিয়ে গুগল এর কাছে আবেদন করলেন এড এর জন্য, কিন্তু গুগল আপনার সাইটে এড দিতে রাজিই হল না! এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে, এতে মন খারাপ করার কিছু নেই। এমন অনেকেই আছেন যারা সঠিকভাবে আবেদন করেননি কিংবা গুগল এর টার্মস ও কন্ডিশনই জানেন না। সাধারনত: এসব ছোট-ছোট ভূল গুলোর জন্যই গুগল আপনার সাইটে এডসেন্স দিচ্ছেনা।
তাহলে আসুন আজকে আমরা জেনে নেই এমন কিছু কারনঃ
১। আপনার সাইট এর অবশ্যই একটি ডোমেইন নাম থাকতে হবে। ধরুনঃ http://lalsobuj24.com এই ডোমেইন নামটি ভ্যালিড। এখন এই ডোমেইনের জন্য আপনাকে গুগল এডসেন্সে এডের আবেদন করতে হবে। আপনার ডোমেইন নেমটি অবশ্যই টপ লেভেল ডোমেইন নেম হতে হবে। সাধারনত ( .com .net .biz .info ) এই নাম যুক্ত ডোমেইনকে টপ-লেভেল ডোমেইন বলে। চলুন আরেকটি উধাহরণ দেখে নেওয়া যাক। ধরুনঃ http://www.lalsobujit.com এই ডোমেইনটিও টপ-লেভেল ডোমেইন।
২। গুগল সাব-ডোমেইনে এডসেন্সের এড প্রদান করে না। তাই কেঊ সাব-ডোমেইনে তার সাইটের জন্য এড এর আবেদন করলে তা সরাসরি নাকচ হয়ে যাবে। এখানে একটি কথা আছে, আপনার সাইটটি যদি গুগল এর কাছে সফলভাবে অনুমোদিতে হয়ে যায়, এর পরে আপনি আপনার যে কোন সাব-ডোমেইনে এডসেন্সের এড বসাতে পারবেন।
৩। আপনার সাইট এর কণ্টেন্ট অবশ্যই পাইরেসি মুক্ত হতে হবে। অর্থ্যাৎ কপি-পেষ্ট করা কন্টেন্ট দিয়ে সাইট বানিয়ে গুগল এর কাছে আবেদন করলে ডাইরেক্ট না করে দিবে।
৪। আপনি যখন গুগল এর কাছে আবেদন আবেদন করবেন তখন অবশ্যই সত্য এবং নির্ভুল তথ্য দিবেন। অসম্পুর্ন তথ্য দিলে গুগল আপনার আবেদন একেবারেই না করে দিবে।
৫। আপনাকে অবশ্যই গুগল এর টার্মস ও কন্ডিশন এর সাথে একমত হতে হবে। তাই আবেদন করার আগে ভালোভাবে দেখে নিন টার্মস ও কন্ডিশন গুলো।
এই বিষয়গুলো সামনে রেখে যথাযথভাবে আবেদন করলে আপনি কখনই গুগল এর কাছ থেকে “না ” শুনতে হবে না। কারন গুগল এড দেওয়ার জন্যই বসে থাকে। আর ভাল সাইট পেলে তারা কখনই না করবে না।
আশা করি লিখাটি আপনাদের সবার কাজে আসবে ও উপকৃত হবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
২| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৭
মুহাম্মাদ মাহমুদুল হাছান বলেছেন: কেউ কিনতে চাইলে অবশ্যই জানাবো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৩১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমার একটা এডসেন্স একাউন্ট আছে , মোট ৬৫ ডলারের মতো জমা হয়েছে এটা শেয়ার বা বিক্রী করতে চাই কেউ কিনলে আওয়াজ দিয়েন।