![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার সময় কিছুই মনে আসে না। আর কোন কিছু মনে হলে সেটা লেখা হয়ে ওঠে না। পড়তে থাকি, এক সময় হয়ত লিখতেও পারব...
এই লেখাটাতে মন্তব্য করার ইচ্ছে ছিলনা। তবুও 'উর্মি খান' এর ভুল ধরা দেখে মন্তব্য করতে ইচ্ছে হল। মনে হয় বেচারা টিউটর সাহেবের কোন দোষ নেই। প্রশ্নটি আমার মাথায়ও বেশ কিছুদিন ধরে ঘুরছিল। আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি 'শ্রেণী' বানান। কিন্তু এ বছর সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত পাঠ্যপুস্তকের কভার পেইজের দিকে একটু তাকালে দেখতে পারবেন 'শ্রেণি' বানান। তাহলে আমরা এতদিন যেটা পড়েছি সেটা কি ভুল? নতুন বানানটা কোন নিয়মে হল সেটা জানার খুব ইচ্ছা আমার। কেউ সেটা বলবেন কি? এটা কি দিনবদলের জোয়ারে বদলে গেল?
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০৫
নীলসমুদ্র বলেছেন: তাহলে, ছোট ছোট বাচ্চাদের সারা বছর পাঠ করার জন্য সরবরাহকৃত বইগুলোতে যে 'শ্রেণি' লেখা এটা কোন নিয়ম অনুসারে?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১০
মুগ্ধ কর্কট বলেছেন: সরকারের শিক্ষানীতিটি পড়লেই আপনি এর উত্তর পাবেন। ওখানেই প্রচুর বানান ভুল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৪
নীলসমুদ্র বলেছেন: শিক্ষিত লোকের শিক্ষানীতি মনে হয়। এগুলো যদি টাইপিং মিসটেক হয়ে থাকে তাহলে প্রুফ রিডার কি করে?
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৮
রমিত বলেছেন: শিশুদের বইগুলো ভুলে ভরা।
তাছাড়া বাংলা বানানেরও ব্যপক সংস্কার প্রয়োজন। অনেক বানানেরই উচ্চারণের সাথে মিল নেই। বানানগুলো ট্রেডিশনাল না হয়ে, র্যাশনাল হওয়া উচিত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩০
নীলসমুদ্র বলেছেন: বইয়ের ভিতরের বানানগুলোতো না পড়লে চোখে পড়ে না। কিন্তু প্রতিটি বইয়ের কভার পেইজে বড় করে লেখা 'প্রথম শ্রেণি', 'দ্বিতীয় শ্রেণি'......... লেখা যেগুলো পড়া লাগে না, দেখলেই চলে। 'শ্রেণি' যদি ভুল বানান হয়ে থাকে তাহলে এরকম ভুলের মাশুল কি হতে পারে?
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০
শিহাদ বলেছেন: শ্রেণী' বানানটাই ঠিক।
এধরনের ভুলের জন্য এদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া দরকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৫৪
নীলসমুদ্র বলেছেন: ব্যবস্থা নেয়া দরকার..... কে নিবে???
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৪
তৌিহদ েহােসন বলেছেন: আচ্ছা শ্রেণী অথবা শ্রেণি- দুটা দিয়া ত আমরা একই জিনিস বুঝি।
ভাব প্রকাশে ত একটু ও সমস্যা হয় না।
আমার মনে হয় যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবে।
এতে ত কোন সমস্যার সৃষ্টি হয় না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৪
নীলসমুদ্র বলেছেন: সমস্যার সৃষ্টি না হলেও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যেমন: আপনি যদি জানেন 'শ্রেণী' সঠিক তাহলে যেখানে 'শ্রেণি' লেখা হবে সেখানে ভাব প্রকাশে একটু সমস্যা না হলেও আপনি বলবেন সেটা ভুল বানান। আর অর্থও যে পরিবর্তন হয় না সেটা নিশ্চিত হওয়া যাবে কিভাবে?
ধনী=ধনবান
ধনি=সুন্দরী
শুধু ি আর ী এর পার্থক্যেই এই পরিবর্তন। তাই আমরা যেটাতে অভ্যস্ত সেটাতেই থাকতে দেয়া উচিত বলে মনে করি।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫
বিদ্রোহী-৪৬২ বলেছেন: @তৌহিদ হোসেন: তার মানে পানি আর পাণি'র মধ্যে আসলে কোনই পার্থক্য নেই, দুটোই সমার্থক, তাই না?
@নীলসমুদ্র: আমার কাছে বাংলা একাডেমী'র উচ্চারণ অভিধান আছে (আশা করি শব্দের বানান সেখানে ভুল নেই), সেখানে শ্রেণি আর শ্রেণী দুটো বানানই সঠিক বলা আছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৭
নীলসমুদ্র বলেছেন: জি ধন্যবাদ। জানতে পারলাম। আসলে আমরা যেটাতে অভ্যস্ত সেটাতেই থাকতে দেয়া উচিত বলে মনে করি। তাহলেই আর আমরা বিভ্রান্ত হব না।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩০
তৌিহদ েহােসন বলেছেন:
@বিদ্রোহী-৪৬২ : ভাই অনর্থক সমস্যা সৃষ্টি করে লাভ কি?
যার যেটা মনে চায় সে তা ইউস করবে, যদি না তাতে অর্থের ব্যাঘাত সৃষ্টি না করে। আশা করি আপনি আমার মনের কথা বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১১
নীলসমুদ্র বলেছেন: আমরা কেউ কাউকে চিনি না। অনর্থক সমস্যা সৃষ্টি করে লাভ কারোই লাভ নেই।
আসলে আমরা বাংলা ভাষায় কথা বললেও এর লিখিত রুপে অতটা পারদর্শী নই। বলার সময় সমস্যা হয় না। কিন্তু লিখতে গেলেই নানা সমস্যা। তাই এ ব্যাপারেও পাঠ্যপুস্তকে অনর্থক বিভ্রান্তি সৃষ্টি না করলে ভাল হয়।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩১
নীল অ্যাপাচী বলেছেন: এত দেখি ভাষার উপর নতুন হুমকি। প্রচলিত বানান বদলানোর শানে নযুল কি। ভাবছি, তেনারা বিতর্ক সৃষ্টি করার হেতু এমনটি করেছেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৩
নীলসমুদ্র বলেছেন: আপনার ভাবনা আমরা ভাবছি। তবে নাম বদলের সংস্কৃতি জিন্দাবাদ। দিনবদল করে কি হবে।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩৪
ম্যাভেরিক বলেছেন: নতুন নিয়মে ঈ-কার ও ঊ-কার-এর পরিবর্তে যথাক্রমে ই-কার ও উ-কার-এর প্রতি আমাদের তথাকথিত ভাষাতাত্ত্বিকদের বেজায় দুর্বলতা।
শ্রেণী-->শ্রেণি এরই ফসল। আরো আছে, যেমন
রাণী, রাণি, রানী, রানি--এ চারটে বানানই নাকি সঠিক।
ভাষা ও বানানে প্যঁচ লাগিয়ে এসব জ্ঞানীরা আসলে অপেক্ষা করছেন একসময় কোনো একটি বানান নিজে নিজেই জয়ী হবে। ভাষা নিয়ে এরা যা করছেন, তা বিরাট এক তামাশা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৫
নীলসমুদ্র বলেছেন: আর, আমরা এই তামাশার নীরব দর্শক, সরব ভোক্তা।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৮
রমিত বলেছেন: বর্তমান বাংলার লেখ্য রুপে অনেক কিছুই ইড়্যশনাল। উচ্চারণের সাথে অমিল তো খুবই কমন। সবচাইতে বেশী সমস্যা হয়, শিশু যখন নতুন পড়তে শেখে। সে ড়্যশনাল ভাবেই পড়তে শুরু করে, আর আমরা ইড়্যশনাল পড়া শিখাই। তখন সে অসহায় ভাবে তাকায়। যেমন: এক না এ্যক? সাগর না শাগোর? ইত্যাদি অনেক কিছু।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৫
নীলসমুদ্র বলেছেন: জানি না এ অবস্থার কোন সমাধান আছে কিনা?
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২৮
রমিত বলেছেন: সমাধান আছে । কথ্য রূপ যেমন পরিবর্তনশীল, লেখ্য রূপও তেমনি পরিবর্তনশীল হওয়া উচিৎ। কথ্য রূপের সাথে মিল রেখে, লেখ্য রূপ তৈরী করতে হবে। বাংলা এ্যকাডেমিকে এর উপরে কাজ করতে হবে।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
বিদ্রোহী-৪৬২ বলেছেন: @রমিত: আপনি যে এক/এ্যক আর সাগর/শাগোর উচ্চারণের কথা বললেন, সেগুলোর উচ্চারণের জন্য নিয়ম/সূত্র আছে। আর পৃথিবীর অনেক ভাষায়ই বানানের সাথে উচ্চারণের মিল নেই। যেমন Laugh এর উচ্চারণ কি লাউঘ? তাতেও তো তাদের কোন সমস্যা হচ্ছে বলে আমার মনে হয় না।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৫
রমিত বলেছেন: @বিদ্রোহী-৪৬২ পৃথিবীর কটি ভাষায় বানানের সাথে উচ্চারণের মিল নেই একটু বলবেন কি? আপনার কটি ভাষা জানা আছে? আপনি উদাহরণ দিয়েছেন কেবল ইংরেজী ভাষার। ইংরেজীই কি জগতে একমাত্র ভাষা? আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, স্প্যনিশ ভাষায় বানানের সাথে উচ্চারণের অপূর্ব মিল। রুশ ও ইউক্রেনীয় ভাষাতেও অনুরূপ মিল আছে। আরেকটি কথা ইংরেজী ভাষার বানান সংস্কার বিষয়টি নিয়ে কথা উঠেছে, এখন বিষয়টি বিবেচনায় আছে।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৬
সাইকোপ্যাথ্ বলেছেন: শ্রেনী,শ্রেণি,শ্রোণি কতকিছুই তো লেখব বেকুবগুলা।(~_^)
১৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
কানামাছি মন বলেছেন: মনে হয় দু’টিই সঠিক।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০০
এন্টি ভাইরাস বলেছেন: শ্রেণী ই সঠিক, বাংলা বানানে নিয়ম অনুসারে